শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে খেলতে সমস্যা নেই ডি ব্রুইনার

কেভিন ডি ব্রুইনা। ছবি : সংগৃহীত
কেভিন ডি ব্রুইনা। ছবি : সংগৃহীত

গতবছর ইউরোপে রীতিমতো ঝড়ের মতো আবির্ভাব হয়েছিল সৌদি প্রো লিগের। ইউরোপের ফুটবল ক্লাবগুলোর একচ্ছত্র আধিপত্যকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রীতিমতো পেট্রো ডলারের বস্তা নিয়ে হাজির হয়েছিল তেলসমৃদ্ধ দেশটি। আর এত বেশি টাকার ঝনঝনানি অনেক ফুটবলারই ফেলতে পারেনি। সে তালিকায় সম্ভবত যোগ দিতে পারেন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা।

ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনা সম্প্রতি জানান সৌদি প্রো লিগে (এসপিএল) উল্লেখযোগ্য আর্থিক সুবিধা থেকে চোখ ফেরানো কঠিন। ডি ব্রুইনার প্রিমিয়ার লিগের চ্যম্পিয়নদের সাথে আরো এক বছরের চুক্তি বাকি থাকলেও তার এই মন্তব্য সৌদি প্রো লিগে তার যাওয়ার দিকেই ইঙ্গিত করছে।

ইএসপিএন তাদের সূত্রের বরাত দিয়ে জানায়, ডি ব্রুইনার এজেন্ট মে মাসে তিন দিনে দশটি সৌদি ক্লাব পরিদর্শন করেন। বেলজিয়ান নিউজ আউটলেট এইচএলএন-এর সাথে এক সাক্ষাৎকারে বেলজিয়ান আন্তর্জাতিক তারকা এই উপসাগরীয় দেশের আর্থিক প্রলোভন দ্বারা ফুটবলারদের প্রলুব্ধ হওয়ার কথা অকপটে স্বীকার করেন।

ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী এই মিডফিল্ডার বলেন, ‘আমার যা বয়স সে সময় আপনাকে সবকিছুতে উন্মুক্ত থাকতে হবে।’ সৌদি লিগের আর্থিক সুবিধা নিয়ে তিনি বলেন, ‘আপনি অবিশ্বাস্য পরিমাণ অর্থের কথা বলছেন যা আমার ক্যারিয়ারের শেষে পাওয়া অনেক কাজে দিবে। কখনও কখনও আপনাকে এটি সম্পর্কে ভাবতে হবে।’

ডি ব্রুইনা সৌদি লিগের আর্থিক প্রলোভন ব্যাখ্যা করে বলেন, ‘যদি আমি সেখানে দুই বছর খেলি, আমি অবিশ্বাস্য পরিমাণ অর্থ উপার্জন করতে পারব। এর আগে, আমাকে ১৫ বছর ধরে ফুটবল খেলতে হয়েছে যা সম্ভবত সেই পরিমাণের সাথে মেলে না। আপনাকে ভাবতে হবে এর পরবর্তী অর্থ কী হতে পারে। তবে বর্তমানে আমি ভাগ্যবান এখনও কোনও সিদ্ধান্ত নিতে হয়নি।’

ম্যানচেস্টার সিটিতে কাটানো নয় বছরে ডি ব্রুইনা ছয়বার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। তবে, গত মৌসুমে তিনি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম পাঁচ মাস মাঠের বাইরে ছিলেন এবং ১৮টি লিগ ম্যাচের বেশি খেলতে পারেননি এই মিডফিল্ড তারকা।

৩২ বছর বয়সী এই ফুটবলার তার পরবর্তী ক্যারিয়ার পদক্ষেপ বিবেচনা করছেন, যেখানে মেজর লীগ সকারও (এমএলএস) সম্ভাব্য গন্তব্য হতে পারে। তিনি বলেন, ‘এইগুলো এমন আলোচনা যা আমরা ক্রমশ পারিবারিকভাবে করছি।’

তিনি আরও বলেন, ‘আমার চুক্তিতে এখনও এক বছর বাকি রয়েছে, তাই আমাকে ভাবতে হবে কী ঘটতে পারে। আমার বড় ছেলে এখন আট বছর বয়সী এবং সে ইংল্যান্ড ছাড়া কিছু জানে না। সে-ও জিজ্ঞেস করে আমি কতদিন সিটিতে খেলব। যখন মুহূর্ত আসবে, আমাদের অবশ্যই একটি নির্দিষ্টভাবে এটি মোকাবিলা করতে হবে।’

ডি ব্রইনা সিদ্ধানত না নিলেও তার মতো একজন ফুটবলার যদি সৌদি লিগে পা রাখেন তা হলে তা নিঃসন্দেহে সৌদি প্রো লিগের অনেক বড় বিজ্ঞাপন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদ্বন্ধী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

১০

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

১১

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

১২

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১৩

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

১৪

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

১৫

জামায়াতের প্রার্থীকে শোকজ

১৬

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১৭

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১৮

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১৯

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

২০
X