স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৬:৪৭ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘এনরিকে আমাকে বাঁচিয়েছেন’

কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

ফ্রি এজেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর সাবেক ক্লাব পিএসজির বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন কিলিয়ান এমবাপ্পে। তার ক্যারিয়ার হুমকির মুখে ফেলতে চেয়েছিল প্যারিসের ক্লাবটি। কিন্তু পিএসজির কোচ লুইস এনরিকে তাকে বাঁচিয়েছেন।

স্প্যানিশ গণমাধ্যম মার্কায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয় লুক্সেমবুর্গের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ফ্রান্সের অধিনায়ক। বুধবার (৫ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় লুক্সেমবুর্গের মুখোমুখি হবে কাতার বিশ্বকাপের রানার্স আপরা।

দীর্ঘ প্রতীক্ষার পর রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে কেমন লাগছে, এমন প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেন, ‘এই সংবাদ সম্মেলন শুরু করার আগে আমি কয়েকটি কথা বলতে চেয়েছিলাম। সবাই খবরটি শুনেছেন, আনুষ্ঠানিক ভাবে আমি অন্তত পরের পাঁচ বছরের জন্য রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হতে যাচ্ছি। এর আনন্দ অপরিসীম, একটি স্বপ্ন সত্যি হয়েছে। আমি খুব খুশি এবং অত্যন্ত গর্বিত। এটাই সেই ক্লাব যেখানে আমি সবসময় খেলার স্বপ্ন দেখেছি।’

সাবেক ক্লাব পিএসজির সঙ্গে তার সম্পর্কের অবনিতর কথা বলতে গিয়ে ফরাসি তারকা জানান প্রধান কোচ লুইস এনরিকে এবং ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস তার ত্রাণকর্তা। তিনি আরও বলেন, ‘তারা (পিএসজি বোর্ড) আমার সঙ্গে হিংস্রভাবে কথা বলেছে। লুইস এনরিকে এবং লুইস ক্যাম্পোস আমাকে বাঁচিয়েছিলেন। তাদের ছাড়া আমি আর মাঠে ফিরতে পারতাম না। এটাই সত্য এবং এই কারণেই আমি সবসময় কোচ এবং ক্রীড়া পরিচালকের কাছে কৃতজ্ঞ।’

চুক্তির মেয়াদ না বাড়ানোয় পিএসজির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এমবাপ্পে। আর ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভালো ভাবে নেয়নি ফরাসি ক্লাবের কর্তারা। এরপরও পিএসজির প্রতি শ্রদ্ধাশীল তিনি।

রিয়াল মাদ্রিদের নতুন এই তারকা বলেন, ‘পিএসজিতে আমি অসন্তুষ্ট ছিলাম না। এমন কিছু বিষয় রয়েছে যা আমাকে অসন্তুষ্ট করেছে। আবার এমন কিছু বিষয় রয়েছে যা আপনি চাইলেও প্রকাশ করতে পারবেন না। কারণ আমি দলের অধিনায়ক ছিলাম। হতাশাগ্রস্ত কাউকে, অন্যরা অনুসরণ করে না।’

অনেক কম বেতনে পিএসজি থেকে রিয়ালে যোগ দিয়েছেন এমবাপ্পে। তবে টাকা নয় জীবনকে গুরুত্ব দিতে চান ফরাসি তারকা, ‘আমি ফুটবল খেলার জন্য অনেক টাকা পাই। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা, অনেক কম টাকায় কারখানায় কাজ করে।’

বাংলাদেশ সময় গত সোমবার (৩ জুন) মধ্যরাতে এমবাপ্পেকে নিজেদের ফুটবলার হিসেবে ঘোষণা দেয় রিয়াল। দীর্ঘ সাত বছরের অপক্ষোর পর স্প্যানিশ জায়ান্টদের জার্সি গায়ে তুলতে যাচ্ছেন তিনি।

তবে রিয়ালের জার্সিতে দ্রুত মাঠে নামার সম্ভাবনা নেই ফরাসি তারকার। আগামী ১৪ জুন থেকে জামার্নিতে শুরু হতে যাচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ। এরপরই রিয়ালের হয়ে অভিষেক হতে পারে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে অভিযান দেখে পালালেন জেলেরা, জব্দ ৮৫০ কেজি কাঁকড়া  

শরীফুল এম খানকে মার্কিন দূতাবাসের শুভেচ্ছা

চোখে চোখ রেখে কথা বলা কেন জরুরি, জেনে নিন

নতুন একটি নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প, থাকছে কঠোর শাস্তি

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারি, ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার

ফুলবাড়ী ট্র্যাজেডি : দিবসেই শুধু কদর বাড়ে নিহতদের পরিবারের

৩৫ বছর ধরে বেদখলে থাকা জমি ঢাকঢোল পিটিয়ে উদ্ধার

ঘোষিত দলে কেন জায়গা হয়নি নেইমারের, জানালেন আনচেলত্তি

মাছের মাথার ‘সোনার মণি’ বিক্রি করে লাখ টাকা আয় নেওয়াজের

১০

পার্লামেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক রাতেই সব পুড়ে ছাই

১১

থালাপতির মতো কেন জনতার নায়ক হতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা?

১২

সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সদস্য আহত

১৩

ইরানের সঙ্গে বসছে ইউরোপের তিন শক্তি

১৪

নিউইয়র্কে কনস্যুলেটের ঘটনায় মিশনের ব্যাখ্যা

১৫

আজকে স্বর্ণের বাজার দর

১৬

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিরুদ্ধে রিভিউ শুনানি শুরু

১৭

বোলিং করতে না দেওয়ায় অধিনায়ককে গুলি করে হত্যা

১৮

জেনে নিন উচ্চ রক্তচাপের ১২ কারণ

১৯

১৬ বছর বয়সী কিশোরের ইতিহাস গড়া ম্যাচে লিভারপুলের শ্বাসরুদ্ধকর জয়

২০
X