স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১২:২৩ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সর্বকালের সেরা গোলদাতার কত নম্বরে আর্জেন্টিনার ‘আনসাং হিরো’

গোলের পর ডি মারিয়ার উল্লাস। ছবি : সংগৃহীত
গোলের পর ডি মারিয়ার উল্লাস। ছবি : সংগৃহীত

অ্যাঞ্জেল ডি মারিয়া, আর্জেন্টিনা জাতীয় দলের তারকা এই ফুটবলার সবসময় থেকে গেছেন পার্শ্বনায়ক হয়েই। লিওনেল মেসির ছায়ায় ঢাকা পড়েছে তার সকল র্কীতি। সাম্প্রতিক সময়ে আলবিসেলেস্তাদের সব বড় সাফল্যে তার অবদান অনেক। শিরোপা জয়ের মঞ্চে রয়েছেন তার গোল।

মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশ সময় ভোরে ইকুয়েডরকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। ৪০ মিনিটে ম্যাচের জয়সূচক গোলটি করেন ডি মারিয়া। কিন্তু গণমাধ্যমের নজর ছিল মেসির একাদেশ থাকা, না থাকার বিষয়টি।

দেশি বা আন্তর্জাতিক প্রায় সকল গণমাধ্যমের শিরোনাম ছিল, মেসিকে কেন একাদশে রাখেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কিন্তু সেদিন ডি মারিয়া যে রেকর্ড গড়েছেন তা নজরে আসেনি অনেকে।

ইকুয়েডরের বিপক্ষে পাওয়া গোলে জাতীয় দলের জার্সিতে গঞ্জালো হিগুয়েইনের রেকর্ডকে স্পর্শ করেছেন এই উইঙ্গার। ফলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি।

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে বর্তমানে তার গোল সংখ্যা ৩১টি। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার থেকে ৩ গোল কম তার। ১৯৮৬’র বিশ্বকাপজয়ী এই অধিনায়কের গোল ৩৪টি। এদিকে ৩৫ গোল করা হার্নান ক্রেসপোর চেয়ে চার গোলে পিছিয়ে ডি মারিয়া।

আর্জেন্টিনার সর্বকালের সেরা গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। এ পর্যন্ত ১০৬ গোল তার।গ্যাব্রিয়েল বাতিস্তুতা (৫৬) দ্বিতীয় আর তৃতীয়তে আছেন সার্জিও আগুয়েরো (৪১)।

আর্জেন্টিনার সর্বকালের সেরা গোলদাতার তালিকার ষষ্ঠ নম্বরে থাকলেও একটি জায়গা অনন্য ডি মারিয়া। আর্জেন্টিনার অর্জিত প্রায় সকল শিরোপার লড়াইয়ে গোল করেছেন তিনি। তাই তো গুগলে আর্জেন্টিনা ফুটবলের ‘আনসাং হিরো’ লিখে সার্চ করলে প্রথমেই খুঁজে পাওয়া যায় ডি মারিয়ার নাম।

বড় মঞ্চে আর্জেন্টিনাকে মেলে ধরার দিক থেকে তিনি বিস্ময়কর! ২০০৭ সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু এ ফুটবলারের। পরের বছর সেপ্টেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় তার। ২০১০ সালের মে মাসে কানাডার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে প্রথম গোল পান জাতীয় দলের জার্সিতে।

কোপা আমেরিকার ফাইনাল, কাতার বিশ্বকাপের ফাইনাল এবং ইতালির বিপক্ষে ফিনালেসিমাতেও গোল করে আর্জেন্টিনাকে জেতান শিরোপা। জন্মস্থানের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা ডি মারিয়া ইউরোপে পাড়ি জমান বেনফিকার জার্সিতে।

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্তাসে খেলেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। গুঞ্জন রয়েছে মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন বর্তমানে বেনফিকায় খেলা এই উইঙ্গার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথর লুট / ডিসি, এসপি ও বিভাগীয় কমিশনারকে দুষলেন জামায়াত নেতা

ফ্যান চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন

নতুন নাটকে আইনা আসিফ

বাংলাদেশ এখন অর্থনীতিকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত : আমির খসরু

সিলেটের পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান

ডিজিটাল ডিভাইস থেকে চোখ সরছে না, হতে পারে বিপদ

২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনা কতটুকু?

আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ / বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তরুণদের মূল্যায়ন কতটা জরুরি? 

রেলপথ অবরোধে আটকা ৮টি ট্রেন, ভয়াবহ শিডিউল বিপর্যয়

পাকিস্তান সীমান্তে দুপক্ষের গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

১০

জেসিকাকে ওরকার খেয়ে ফেলার দাবি ভুয়া, ভিডিওটি এআই নির্মিত

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১২

আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১৩

অবশেষে প্রকাশ্যে এলো ‘দেবী চৌধুরানী’র টিজার

১৪

আড়তে মেলে ইলিশ, পাতে ওঠে না সবার

১৫

নির্বাচনের সময় উপদেষ্টা থাকবেন না আসিফ মাহমুদ

১৬

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ

১৭

শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে, যান চলাচল বন্ধ

১৮

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবার খেলবেন স্কটল্যান্ডের হয়ে

১৯

কিশোরগঞ্জে ২ কলেজের নাম পরিবর্তন

২০
X