স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৩:১৮ এএম
অনলাইন সংস্করণ

যে একাদশ নিয়ে কোপা মিশন শুরু করতে পারে ব্রাজিল

ব্রাজিল ফুটবল দল । ছবি : সংগৃহীত
ব্রাজিল ফুটবল দল । ছবি : সংগৃহীত

আর কয়েক ঘন্টা পরেই কোপা আমেরিকা মিশন শুরু করতে যাচ্ছে আসরের অন্যতম ফেভারিট দল ব্রাজিল। গ্রুপ ‘ডি’ এ নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হতে চলেছে সেলেসাওরা। টুর্নামেন্টে সমৃদ্ধ ইতিহাস এবং তারকাখচিত দল নিয়ে ব্রাজিল এই বছরের ট্রফি জয়ের অন্যতম ফেভারিট। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ জুন) সকাল ৭টায় ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের জন্য সেলেসাওয়ের সম্ভাব্য শুরুর একাদশের দিকে এক নজর দেওয়ার আগে ব্রাজিলের সাম্প্রতিক ফর্ম এবং মূল খেলোয়াড় কারা দেখে নেওয়া যাক:

ব্রাজিল সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতে শক্তিশালী রেকর্ড নিয়ে টুর্নামেন্টে প্রবেশ করছে। তারা ১২ জুন, ২০২৪-এ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ১-১ গোলে ড্র করেছে এবং এর আগে বছরের শুরুতে মেক্সিকো এবং ইংল্যান্ডের বিরুদ্ধে জয় অর্জন করেছে। দারিভাল জুনিয়রের নেতৃত্বে দলটিতে ভিনিসিয়ুস জুনিয়র, অ্যালিসন এবং উদীয়মান বিস্ময়বালক এনড্রিকের মতো বিশ্বমানের প্রতিভা রয়েছে।

সেলেসাওদের সম্ভাব্য শুরুর একাদশ

কোস্টারিকার বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের লাইনআপ ৪-৩-৩ ফরমেশনে হওয়ার সম্ভাবনা রয়েছে, যা তাদের আক্রমণাত্মক ক্ষমতা এবং মধ্যমাঠের নিয়ন্ত্রণকে সর্বাধিক করে তুলবে। এখানে সম্ভাব্য শুরুর একাদশ দেওয়া হলো:

গোলকিপার:

অ্যালিসন (লিভারপুল)

অ্যালিসন ব্রাজিলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেই রয়ে গেছেন। যিনি ব্রাজিলের ডিফেন্সে অভিজ্ঞতা এবং নির্ভরযোগ্যতা আনেন।

ডিফেন্ডার:

দানিলো (জুভেন্টাস)

একজন অভিজ্ঞ রাইট-ব্যাক, দানিলোর প্রতিরক্ষামূলক দৃঢ়তা এবং আক্রমণকে সমর্থন করার ক্ষমতা গুরুত্বপূর্ণ হবে। এছাড়াও তিনি সেলেসাওদের অধিনায়কও

মারকুইনহোস (প্যারিস সেন্ট-জার্মেইন)

মারকুইনহোস, যিনি ডিফেন্সের নেতা হিসেবে তার অসাধারণ গেম পড়ার ক্ষমতা এবং শ্রেষ্ঠত্বের সাথে ডিফেন্স পরিচালনা করবেন।

এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ)

মারকুইনহোসের সাথে জুটি বেঁধে, মিলিতাওয়ের গতি এবং শক্তি তাকে কেন্দ্রীয় প্রতিরক্ষায় একটি দুর্দান্ত উপস্থিতি করে তুলেছে।

ওয়েন্ডেল (পোর্তো)

লেফট-ব্যাকে, ওয়েন্ডেল প্রস্থ এবং সমর্থন প্রদান করবেন প্রতিরক্ষা এবং আক্রমণ উভয় ক্ষেত্রেই।

মিডফিল্ডার:

ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা)

লুইজ সম্ভবত হোল্ডিং মিডফিল্ডার হিসাবে কাজ করবেন। প্রতিপক্ষের নিয়ন্ত্রণ ভেঙে ফেলার এবং বল দক্ষতার সাথে বিতরণ করার দায়িত্ব থাকবে তার।

ব্রুনো গুইমারায়েস (নিউক্যাসল ইউনাইটেড)

গুইমারায়েস সৃজনশীলতা এবং শক্তি উভয়ই সুযোগ তৈরি করতে এবং ডিফেন্সিভ ট্র্যাক করতে সুযোগ দিবে।

লুকাস প্যাকুয়েটা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড)

প্যাকুয়েটা, তার স্বতন্ত্রতা এবং দৃষ্টি নিয়ে, প্রধান প্লেমেকার হবেন, তার পাসিং এবং ড্রিবলিং দিয়ে কোস্টারিকার ডিফেন্স উন্মুক্ত করার চেষ্টা করবেন।

ফরোয়ার্ড:

রাফিনিয়া (বার্সেলোনা)

রাইট উইংয়ে, রাফিনিয়ার গতি এবং কৌশল কোস্টারিকার রক্ষণ প্রসারিত করতে এবং বাক্সে ক্রস প্রদান করতে গুরুত্বপূর্ণ হবে।

রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)

কেন্দ্রীয় স্ট্রাইকার হিসাবে খেলতে থাকা রদ্রিগোর ক্লিনিক্যাল ফিনিশিং এবং মুভমেন্ট সুযোগগুলি রূপান্তর করতে গুরুত্বপূর্ণ হবে।

ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

ব্রাজিলের তারকা খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র লেফট উইংয়ে তার স্থান নেবেন, যেখানে তার গতি, দক্ষতা এবং গোল করার ক্ষমতা তাকে একটি ধ্রুবক হুমকি তৈরি করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১০

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১১

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১২

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১৩

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১৪

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৫

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৬

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৭

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৮

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৯

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

২০
X