কোপা আমেরিকা শুরুর পাঁচদিন পর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ব্রাজিল। ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সেন্ট্রাল আমেরিকার দেশ কোস্টারিকা। যাদের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড সেলেসাওদের।
সম্পুর্ণ তরুণ দল নিয়ে লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর খেলতে এসেছে ব্রাজিল। নতুন কোচ দরিভাল জুনিয়র মনে করেন কোপায় সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে দলে ধারাবাহিকতা ও ভারসাম্য ধরে রাখা। এজন্য তার দলের ফুটবলাররা সব রকমের পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত বলে জানান তিনি।
ব্রাজিল প্রধান কোচ বলেন, 'তারুণ্যে বিশেষ গুরুত্ব দিয়ে ব্রাজিল দল তৈরি হয়েছে। এই দলটাকে শক্তিশালী করে তুলতে ধাপে ধাপে এগোতে হবে। দুই বছর পরেই রয়েছে বিশ্বকাপ। তার আগে ব্রাজিল যাতে নিজেকে সবদিক থেকে তৈরি করে ফেলতে পারে, সে দিকে নজর রেখেই কোপা আমেরিকায় আমি কিছু বিষয় দেখে নিতে চাই।'
কোপা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারায় ব্রাজিল। আমেরিকার সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যাচ। দরিভাল জুনিয়রের অধীনে খেলা চার ম্যাচে অপরাজিত সেলেসাওরা।
সেই ধারা অব্যাহত রেখে জয় দিয়ে কোপা আমেরিকা কাপ শুরু করতে চান তিনি।
ব্রাজিল একাদশ : অ্যালিসন (গোলকিপার, দানিলো (অধিনায়ক), মিলিতাও, মার্কুইনহোস, আরানা, গুইমারেস, গোমেজ, রাফিনিয়া, লুকাস প্যাকুয়েটা, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র
মন্তব্য করুন