স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৮:৪২ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘আপনার জিয়া ভাই আর নেই’

জিয়াউর রহমানের স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন স্বজনরা। ছবি : সংগৃহীত
জিয়াউর রহমানের স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন স্বজনরা। ছবি : সংগৃহীত

হয়তো প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন দাবাকে—তাই তো দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান না ফেরার দেশে পাড়ি জমালেন দাবা খেলতে খেলতেই। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের। পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ভবনে বাংলাদেশ দাবা ফেডারেশনের কক্ষে শুক্রবার (৫ জুলাই) বিকেল ৩টায় খেলা শুরু হওয়ার পর থেকে অস্বস্তিবোধ করেন জিয়াউর রহমান।

অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক শওকত বিন ওসমান শাওন কালবেলাকে বলেন ৫টা ৫২ মিনিটের দিকে খেলতে খেলতে মাটিতে লুটিয়ে পড়েন জিয়াউর রহমান।

১২তম রাউন্ডের প্রতিদ্বন্দ্বী এনামুল হক রাজীবের গাড়িতে দ্রুত রাজধানীর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ১৫ মিনিট চেষ্টার পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। এ সময় তার বয়স হয়েছিল ৫০ বছর।

মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন দেশের তারকা এই দাবাড়ু। হাসপাতালে স্ত্রী তাসমিনা সুলতানা লাবন্য কাঁদতে কাঁদতে বলেন, ‘আপনার জিয়া ভাই আর নেই। ওকে আর বাঁচানো গেল না।’

বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রধান বিচারক হারুনুর রশিদ ঘটনাস্থলে ছিলেন। এ ঘটনার বর্ণনায় তিনি বলেন, ‘জিয়া খেলতে খেলতে চেয়ার থেকে পড়ে যান। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হলেও বাঁচানো যায়নি। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন কিন্তু তার জ্ঞান ফেরাতে পারেননি। শেষ পর্যন্ত মৃত ঘোষণা করেছেন।’

হাসপাতালে ভিড় করেন সতীর্থরা। আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বলেন, ‘হাসপাতালে জিয়া ভাইকে আনা হয়েছে অনেক সময় হলো। ডাক্তাররা আগেই মৃত ঘোষণা করেছেন। তবে ভাবির মন তো আর মানছে না।’

১৯৭৪ সালের ১ মে ঢাকায় জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার পিতা পয়গাম উদ্দিন আহমেদ ও মায়ের নাম জেরিন আহমেদ। স্কুল জীবন থেকেই সম্পৃক্ত হয়েছিলেন দাবায়।

নিয়াজ মোর্শেদের পর ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার খেতাব জেতেন জিয়াউর রহমান। এর আগে ১৯৯৩ সালে জিতেছিলেন আন্তর্জাতিক মাস্টারের খেতাব। ২০২২ সালে ৪৪তম দাবা অলিম্পিয়াডে একমাত্র ছেলে তাহসিন তাজওয়ার জিয়ার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ইতিহাস গড়েন তিনি।

এ ছাড়া জিয়াউর রহমান জাতীয় দাবাসহ দেশে-বিদেশে অসংখ্য প্রতিযোগিতা জেতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নেবে ১ হাজার ১৫২ জন

এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

ইসরায়েলসহ মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তি, ১৭ জনের মৃত্যুদণ্ড

জাতীয় ইমাম-খতিব সম্মেলনে চরমোনাই পীর / আলেমদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া যাবে না

ইপিআই টিকাকেন্দ্রে আগুন

কৃষি ব্যাংক স্টাফ কলেজে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা

বগুড়ায় হৃদরোগীর চিকিৎসায় সহায়তা দিলেন তারেক রহমান

১০

৪৭তম বিসিএসের সময় পেছানোর দাবিতে খুলনায় রেলপথ অবরোধ

১১

২৪ শীর্ষ নির্বাহী পেলেন চতুর্থ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস

১২

ভূমিকম্প / জবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

১৩

ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন ড. আব্দুস শাহীদ

১৪

সামুদ্রিক নিরাপত্তা নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের বৈঠক

১৫

সাংবাদিকদের ওপর হঠাৎ কেন ক্ষুব্ধ সোহেল রানা

১৬

‘তৌহিদি জনতার’ সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৪

১৭

ভূমিকম্প ঝুঁকি / গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

১৮

তরুণদের নিয়ে প্লাস্টিকমুক্ত ভবিষ্যৎ গড়ার অভিযানে ‘তারুণ্যের উৎসব ২০২৫’

১৯

না ফেরার দেশে সাবেক খেলোয়াড় ও আম্পায়ার

২০
X