স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৮:৪২ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘আপনার জিয়া ভাই আর নেই’

জিয়াউর রহমানের স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন স্বজনরা। ছবি : সংগৃহীত
জিয়াউর রহমানের স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন স্বজনরা। ছবি : সংগৃহীত

হয়তো প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন দাবাকে—তাই তো দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান না ফেরার দেশে পাড়ি জমালেন দাবা খেলতে খেলতেই। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের। পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ভবনে বাংলাদেশ দাবা ফেডারেশনের কক্ষে শুক্রবার (৫ জুলাই) বিকেল ৩টায় খেলা শুরু হওয়ার পর থেকে অস্বস্তিবোধ করেন জিয়াউর রহমান।

অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক শওকত বিন ওসমান শাওন কালবেলাকে বলেন ৫টা ৫২ মিনিটের দিকে খেলতে খেলতে মাটিতে লুটিয়ে পড়েন জিয়াউর রহমান।

১২তম রাউন্ডের প্রতিদ্বন্দ্বী এনামুল হক রাজীবের গাড়িতে দ্রুত রাজধানীর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ১৫ মিনিট চেষ্টার পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। এ সময় তার বয়স হয়েছিল ৫০ বছর।

মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন দেশের তারকা এই দাবাড়ু। হাসপাতালে স্ত্রী তাসমিনা সুলতানা লাবন্য কাঁদতে কাঁদতে বলেন, ‘আপনার জিয়া ভাই আর নেই। ওকে আর বাঁচানো গেল না।’

বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রধান বিচারক হারুনুর রশিদ ঘটনাস্থলে ছিলেন। এ ঘটনার বর্ণনায় তিনি বলেন, ‘জিয়া খেলতে খেলতে চেয়ার থেকে পড়ে যান। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হলেও বাঁচানো যায়নি। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন কিন্তু তার জ্ঞান ফেরাতে পারেননি। শেষ পর্যন্ত মৃত ঘোষণা করেছেন।’

হাসপাতালে ভিড় করেন সতীর্থরা। আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বলেন, ‘হাসপাতালে জিয়া ভাইকে আনা হয়েছে অনেক সময় হলো। ডাক্তাররা আগেই মৃত ঘোষণা করেছেন। তবে ভাবির মন তো আর মানছে না।’

১৯৭৪ সালের ১ মে ঢাকায় জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার পিতা পয়গাম উদ্দিন আহমেদ ও মায়ের নাম জেরিন আহমেদ। স্কুল জীবন থেকেই সম্পৃক্ত হয়েছিলেন দাবায়।

নিয়াজ মোর্শেদের পর ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার খেতাব জেতেন জিয়াউর রহমান। এর আগে ১৯৯৩ সালে জিতেছিলেন আন্তর্জাতিক মাস্টারের খেতাব। ২০২২ সালে ৪৪তম দাবা অলিম্পিয়াডে একমাত্র ছেলে তাহসিন তাজওয়ার জিয়ার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ইতিহাস গড়েন তিনি।

এ ছাড়া জিয়াউর রহমান জাতীয় দাবাসহ দেশে-বিদেশে অসংখ্য প্রতিযোগিতা জেতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

হকি-কাবাডি-অ্যাথলেটিকসে সোনার পর এবার ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ে জয়িতা

‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’

সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা

নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন

নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার

পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আগে ভাবতে বললেন তামিম

সুপার কাপের মাদ্রিদ ডার্বি জিতে ফাইনালে রিয়াল

২ আসনে নির্বাচন স্থগিত যে কারণে

১০

ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকায় সেনা পাঠাচ্ছে প্রতিবেশী দেশ

১১

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি সন্তুষ্ট না : মির্জা ফখরুল

১২

জামায়াত প্রার্থীকে শোকজ

১৩

শীত এলেই কদর বাড়ে ফুটপাতের পিঠার

১৪

অপারেশন থিয়েটারের ভেতর চুলা, রান্না করছেন নার্সরা

১৫

দুটি আসনে নির্বাচন স্থগিত

১৬

৯ জানুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৭

গভীর রাতে দুর্ঘটনায় নেভী সদস্যসহ নিহত ৩

১৮

বেকারত্বে জর্জরিত বিশ্বের সবচেয়ে সুখী দেশ

১৯

আজ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা 

২০
X