ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

কালো তালিকাভুক্ত বাংলাদেশি দাবাড়ুকে ফেরত পাঠাল ভারত

দাবাড়ু আশিয়া সুলতানা। ছবি : সংগৃহীত
দাবাড়ু আশিয়া সুলতানা। ছবি : সংগৃহীত

রানী হামিদের সঙ্গী হয়ে দিল্লি যাচ্ছিলেন আশিয়া সুলতানা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে জানতে পারলেন বাংলাদেশি এ দাবাড়ু ভারতীয় ইমিগ্রেশনের কালো তালিকাভুক্ত! এ নিয়ে অনেক দেনদরবার হলো। ঘটনার সঙ্গে যুক্ত হলেন ভারতীয় দাবা ফেডারেশন কর্মকর্তারাও। তাতেও রেহাই মেলেনি—ভারতে প্রবেশ করতে না পেরে ঢাকায় ফিরে আসতে বাধ্য হন আশিয়া সুলতানা।

ঘটনা ৬ জুনের, ঈদের ছুটি চলাকালীন সময়ের। বাংলাদেশের দুই নারী দাবাড়ু—রানী হামিদ ও আশিয়া সুলতানা যাচ্ছিলেন ‘২১তম দিল্লি আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট’ খেলতে। আশিয়া সুলতানা ভারতীয় ইমিগ্রেশনের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) কালো তালিকাভুক্তির কারণ, তিনি মেডিকেল ভিসায় গিয়ে কলকাতার এক প্রতিযোগিতায় খেলে এসেছেন। এ সম্পর্কে বাংলাদেশি ওই দাবাড়ু কালবেলাকে বলছিলেন, ‘আমার মেডিকেল ভিসা ছিল। ওই ভিসায় ভারত গিয়েছিলাম। একই সময়ে কলকাতায় এক প্রতিযোগিতায় ছিল। আমি সেখানে অংশগ্রহণ করেছি।’

দিল্লি যাওয়ার পথে ইমিগ্রেশন হাউসে এক রাত আটকে রাখা হয়েছিল আশিয়া সুলতানাকে। পরে বাধ্য হয়ে ফিরতি টিকিট কেটে ঢাকায় ফিরতে হয়েছে ১৫৭১ রেটিংধারী বাংলাদেশি ওই দাবাড়ুকে।

এ প্রসঙ্গে আশিয়া সুলতানা বলছিলেন, ‘ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তারা আমার সঙ্গে অশোভন আচরণ করেছেন। এয়ার ইন্ডিয়ার কর্মকর্তারা অবশ্য বেশ আন্তরিক ছিলেন। তাদের সহায়তায় আমি ফিরতি টিকিট করে ঢাকায় ফিরতে পেরেছি।’ ভারতের বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত খেলা আশিয়া সুলতানা আরও বলেন, ‘আমাকে আটকে দিলেও আমার লাগেজ সঙ্গে ছিল না। লাগেজে আমার অর্থকড়ি এবং প্রয়োজনীয় সরঞ্জাম ছিল। যেগুলো আমাকে ব্যবহার করতে দেওয়া হয়নি। দীর্ঘ বিড়ম্বনার পর ফিরতি টিকিট করতে হয়েছে ঢাকা থেকে।’

আশিয়া সুলতানাকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানোয় বিড়ম্বনায় পড়েন বর্ষীয়ান দাবাড়ু রানী হামিদও। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মাস্টারের বয়স ৮০ বছর। এ কারণে একা চলাফেরা করতে পারেন না বাংলাদেশের ‘দাবার রানী’। দিল্লি আন্তর্জাতিক ওপেনে তাকে সঙ্গ দেওয়ার কথা ছিল আশিয়া সুলতানার। এ ঘটনায় বিরক্ত রানী হামিদ ক্ষোভ প্রকাশ করেছেন। ভারতীয় প্রভাবশালী এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি কখনো একা ভ্রমণ করি না। আমার সঙ্গে সবসময় কেউ না কেউ থাকে। সে (আশিয়া সুলতানা) আমার সঙ্গী ছিল। আমাকে একা ফেলে যাওয়া হয়েছে। আমি দাবা বোর্ডে মনোযোগ ধরে রাখতে পারছি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখবর দিল আর্টসেল, আসছে তাদের চারটি গান

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

জুবিনের মৃত্যুরহস্যের প্রমাণ জোগাড় করলেন সংগীত পরিচালক 

বাথরুম থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

মেয়ের নাম প্রকাশ্যে আনলেন আরবাজ পত্নী

জুবিনের মৃত্যুরহস্য, গ্রেপ্তার গায়কের ভাই

রাতে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড়

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

প্রতি গাছে ৬০০ টাকা ব্যয়, ডিসির প্রকল্পে ‘নয়ছয়’!

অক্টোবরজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরমের দাপট

১০

গাজা যুদ্ধবিরতিতে উভয়পক্ষ একমত হয়েছে : ট্রাম্প

১১

পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, এসআইসহ আহত ২

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

বিক্ষোভে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

০৯ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৬

একাধিক দেশের পাসপোর্টধারীরাই ‘সেফ এক্সিটের’ তালিকা করে: আসিফ মাহমুদ

১৭

শহিদুল আলমের মুক্তির জন্য সোচ্চার হতে হবে : তাসলিমা আখতার

১৮

স্থানীয় সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৯

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

২০
X