বয়স ৫৫ বছর। এই বয়সে শুধু বাবার ইচ্ছা পূরণের জন্য প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন। জর্জিয়ার শ্যুটারের নাম নিনো সালুকভাজে। এটা তার দশম অলিম্পিক। বিশ্বের দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে দশম অলিম্পিকে অংশগ্রহণ করবেন তিনি। ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে অভিষেক হয়েছিল ১৯ বছরের নিনোর। এরপর বার্সেলোনা, আটলান্টা, সিডনি, এথেন্স, বেইজিং, লন্ডন, রিও ডি জেনিরো এবং টোকিও অলিম্পিকে খেলেছেন।
এবারের প্যারিস অলিম্পিকের প্রস্তুতি নিয়ে নিনো বলেছেন, ’দশটা অলিম্পিক। মনে হচ্ছে একটা জীবন কেটে গেল। প্রথম অলিম্পিকের পর কখনো ভাবিনি আরও নয়টায় অংশ নেব। এত দিন কীভাবে খেলছি সেটা ব্যাখ্যা করতে গেলে একটা বই লেখা হয়ে যাবে। তবে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটাই আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে।’
নিনো আরও বলেছেন, ’টোকিওর পরে শুটিং ছেড়ে দেব ভেবেছিলাম। কিন্তু ৯৩ বছর বয়সী বাবা বলল, প্যারিসের জন্য আর তিন বছর বাকি। আর একবার কোটা জেতার চেষ্টা করে দেখো। বাবা কোনো দিন আমার থেকে কিছু চাননি। হয়তো এটাই তার শেষ ইচ্ছা। নিজের সব শক্তি একত্র করে রাজি হয়েছিলাম। ছেলেও বলেছিল, যদি আমি হাল ছেড়ে দিই, তা হলে সেও ছেড়ে দেবে। তখন রাজি হয়ে যাই।’
মন্তব্য করুন