ফরাসি ওপেনে দেখা হয়নি। উইম্বলডনে নোভাক জকোভিচ খেললেও ইনজুরির কারণে খেলেননি রাফায়েল নাদাল। হয়ত সে কারনেই টেনিস দুনিয়া অপেক্ষায় আছে নাদাল-জকোভিচ দ্বৈরথ দেখার। তাদের আশা পুরন হতে পারে প্যারিস অলিম্পিকে।
সব ঠিক থাকলে প্যারিস অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হতে পারেন দুই তারকা। প্যারিস অলিম্পিকের পুরুষ এককের প্রথম রাউন্ডে সার্বিয়ার জকোভিচ খেলবেন অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনের বিপক্ষে। স্পেনের নাদাল খেলবেন হাঙ্গেরির মার্টন ফুকসোভিকসের বিপক্ষে।
এরা দুই জনেই যদি প্রথম রাউন্ডে নিজেদের ম্যাচ জেতেন তা হলে দ্বিতীয় রাউন্ডে পরস্পরের মোকাবেলা করবেন। ২০০৮ সালের বেজিং অলিম্পিকে গোল্ড জিতেছিলেন নাদাল। ব্রোঞ্জ জিতেছিলেন জকোভিচ।
অ্যান্ডি মারে প্যারিস অলিম্পিকের একক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। টনসিলের সমস্যার কারণে সরে দাঁড়িয়েছেন পুরুষ এককের র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ইয়ানিক সিনার। নিজের এক্সে তিনি লিখেছেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি প্যারিস অলিম্পিক গেমসে অংশ নিতে পারব না। এক সপ্তাহ ক্লে-কোর্টে অনুশীলন করার পর আমি অসুস্থ বোধ করতে শুরু করি। এরপর দুই দিন বিশ্রাম নিই। চিকিৎসক দেখার পর জানিয়েছেন, আমার টনসিলাইটিস হয়েছে।’
এ সময় তিনি আরও বলেন, ‘চিকিৎসক আমাকে কঠোর ভাবে না খেলার পরামর্শ দিয়েছেন। অলিম্পিক গেমস মিস করা আমার জন্য হতাশার। এই মৌসুমে আমার প্রধান লক্ষ্যগুলোর একটি ছিল প্যারিস অলিম্পিক। এমন গুরুত্বপূর্ণ ইভেন্টে দেশকে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে ছিলাম। ইতালির সব ক্রীড়াবিদকে জানাই শুভকামনা। আমি বাড়ি থেকেই তাদের সমর্থন করব। আশা করি আমি আরও শক্তিশালী হয়ে ফিরব।’
মন্তব্য করুন