স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৬:১৫ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হিজাব খুলে প্রতিবাদ জানানো ইরানি দাবাড়ু পেলেন স্পেনের নাগরিকত্ব

স্পেনের নাগরিকত্ব পাওয়া ইরানি নারী দাবাড়ু সারা খাদেম। ছবি : সংগৃহীত
স্পেনের নাগরিকত্ব পাওয়া ইরানি নারী দাবাড়ু সারা খাদেম। ছবি : সংগৃহীত

ইরানি নারী দাবাড়ু সারা খাদেমকে নাগরিকত্ব প্রদান করেছে ইউরোপের দেশ স্পেন। ২০২২ সালের সেপ্টেম্বরে মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর প্রতিবাদ ইরানের মানুষ আন্দোলন শুরু করেন। সারা খাদেম দেশে ফিরে গণবিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে বাধ্যতামূলক হিজাব না পরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এরপর স্পেনে পালিয়ে যান ২৬ বছর বয়সী নারী দাবাড়ু।

বুধবার (২৬ জুলাই) স্পেনের বিচারমন্ত্রী পিলার লোপ ইরানের নারী দাবাড়ু সারসাদত খাদেমালশারিহকে (সারা খাদেম) নাগরিকত্ব প্রদান করেছেন। দেশটির অফিসিয়াল জার্নাল অফ দ্য স্টেট (বিওই) বিচারমন্ত্রী পিলার লোপকে উদ্ধৃত করে বলেছে, ‘মিসেস সারসাদত খাদেমালশারিহের ব্যতিক্রমী পরিস্থিতির কারণে আমি তাকে স্প্যানিশ নাগরিকত্ব প্রদান করেছি।’

২০২২ সালের ডিসেম্বরে কাজাখস্তানে দাবাড়ু বিশ্বকাপ ইভেন্টে হিজাব ছাড়া অংশ নিয়েছিলেন ২৬ বছরের দাবা গ্র্যান্ডমাস্টার সারা খাদেম। যা ইরানের নারী খেলোয়াড়দের হিজাব পড়া বাধ্যতামূলক হলেও মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে সারা খাদেম হিজাব ছাড়াই অংশগ্রহণ করেছিলেন।

ফেব্রুয়ারি মাসে বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাৎকারে সারা বলেন, ২০২২ সালে মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর পরে ইরানে যে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছিল তা সমর্থন করেই হিজাব না পরেই অংশগ্রহণ করেছিলাম।’

আমিনির মৃত্যুর প্রতিবাদ জানানোয় সারার এক আত্মীয় তাকে সতর্ক করে দিয়েছিলেন, যে তিনি ইরানে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। তখন সারা, তার স্বামী ইরানি চলচ্চিত্র পরিচালক আরদেশির আহমাদি এবং ১০ মাস বয়সী ছেলে স্যামকে সঙ্গে নিয়ে জানুয়ারিতে স্পেন যাওয়ার সিদ্ধান্ত নেন এই মহিলা ইরানি দাবাড়ু। তবে স্পেনে কমপক্ষে ৫ লাখ ইউরো বিনিয়োগ করে ‘গোল্ডেন ভিসা’ স্কিমের আওতায় স্পেনে বসবাসের সুযোগ পেয়েছেন।

জানুয়ারিতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে দেখা করে দাবা খেলেন নারা খাদেম। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার সরকারি বাসভবন মনক্লোয়া প্রাসাদে খাদেমকে আমন্ত্রণ জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘আজ একজন মহিলার কাছ থেকে কত কিছু শিখেছি যে (সারা) আমাকে অনুপ্রাণিত করে। নারী ক্রীড়াবিদদের প্রতি আমার সবসময় সমর্থন আছে। আপনার উদাহরণ আমার কাছে একটি উন্নত বিশ্বের অবদান।’

সারা খাদেম স্পেনের নাগরিকত্ব পেয়ে বলেন, ‘আমি এমন একটি জায়গায় বসবাসের প্রশংসা করতে শুরু করেছি যেখানে স্যাম রাস্তায় বের হতে পারে এবং আমি উদ্বিগ্ন না হয়ে খেলতে পারি। স্পেন আমার কাছে সেরা বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে।

আন্তর্জাতিক দাবা ফেডারেশনের র্যাংকিং অনুসারে বিশ্বের ৭৭১তম স্থানে আছেন সারা খাদেম। এ ছাড়া ইরানের মধ্যে নবম স্থানে অবস্থান করছেন এই নারী দাবাড়ু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

এক ইলিশ ১০ হাজার টাকা

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

১০

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

১১

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

১২

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

১৩

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

১৪

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

১৫

আবারও ইনজুরিতে ইয়ামাল

১৬

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১৭

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১৮

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১৯

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

২০
X