স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

প্যারিসের পুলে ঝড় নেই!

অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতা? ছবি : সংগৃহীত
অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতা? ছবি : সংগৃহীত

অলিম্পিকে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় রীতিমতো সুইমিংপুলে ঝড় ওঠে। কিন্তু প্যারিসে বিশ্ব রেকর্ডের ঝড় দেখা যাচ্ছে না। এরজন্য কেউ অস্থায়ীভাবে নির্মিত সুইমিংপুলকে দুষছেন। পুলের কারণে রেকর্ড না হওয়ার সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিয়েছেন সাঁতার সংশ্লিষ্টরা।

গেমসের জন্য ইনডোর স্টেডিয়ামের অভ্যন্তরে সাঁতারের এ ভেন্যু নির্মাণ করা হয়েছে। অস্থায়ী ক্রীড়া স্থাপনা নির্মাণের আগে ওই জায়গা কনসার্ট এবং রাগবি খেলার জন্য ব্যবহৃত হতো। নতুন ভেন্যু হাতি পোষার মতো হতে পারে—এ কারণে অস্থায়ী এ কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। অস্থায়ী এ পুলের কারণেই সাঁতারে রেকর্ড হচ্ছে না—এমন গুঞ্জন ছিল। তা অবশ্য উড়িয়ে দিলেন সাঁতার সংশ্লিষ্টরা।

রিও অলিম্পিক সাঁতারে রেকর্ড হয়েছে ৮টি, টোকিও গেমসে হয়েছে ছয় রেকর্ড। প্যারিসে সাঁতারের এক-তৃতীয়াংশ ইভেন্ট সম্পন্ন হয়েছে, এখনো রেকর্ডের দেখা নেই। নারীদের ৪০০ মিটার ফ্রিস্টাইলকে ‘রেস অব দ্য সেঞ্চুরি’ বলা হচ্ছিল। ধারণা করা হচ্ছিল, এ ইভেন্টে বিস্ময়কর কিছু দেখা যাবে। শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। ১০০ মিটার ফ্রিস্টাইলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হলেও রেকর্ড হয়নি এ ইভেন্টেও।

‘অনেক ক্ষেত্রে অলিম্পিক বিশ্ব সাঁতারের আসরগুলোর মধ্যে সেরার মঞ্চ হয়ে উঠতে পারে না; যেমনটা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ কিংবা বিভিন্ন আঞ্চলিক মিটে দেখা যায়’—বলছিলেন নারীদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে রৌপ্য পদক জয়ী সাঁতারু এলিজা উইনিংটন। ফ্রান্স সাঁতার দলের কোচ ডেনিস অগুইন বলেছেন, ‘এটা বিশাল ক্রীড়াযজ্ঞ। বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদ একসঙ্গে আছেন। তাদের অধিক সময় বাসে চড়তে হচ্ছে। এমন পরিবেশ সেরাটা দেওয়ার উপযোগী নয়।’

ডেনিস অগুইন আরও বলেন, ‘টোকিও অলিম্পিক এবং প্যারিস গেমসের মধ্যবর্তী সময়ে ৩টি বিশ্বচ্যাম্পিয়নশিপ এবং অন্যান্য মিটের যে সূচি ছিল, তা সাঁতারুদের অলিম্পিক প্রস্তুতির জন্য মোটেও আদর্শ ছিল না। এ সময়ের মধ্যে বিভিন্ন (স্বল্প ও বড়) দূরত্বের ইভেন্ট হয়েছে, এগুলো নির্দিষ্ট ইভেন্টের প্রস্তুতির জন্য জটিলতা তৈরি করেছে।’

কানাডিয়ান কিশোরী সামার ম্যাকিনটোশ ৪০০ মিটার ব্যক্তিগত মিডল ইভেন্টে স্বর্ণ জিতেছে। এটা ছিল তার প্রথম অলিম্পিক স্বর্ণ। নিজের বিশ্ব রেকর্ড থেকে তিন সেকেন্ড বেশি নিয়ে প্যারিসে ইভেন্ট শেষ করতে হয়েছে ১৭ বছর বয়সী কিশোরীকে। এ জন্য পুলকে মোটেও দায় দিচ্ছে না সামার ম্যাকিনটোশ, ‘এটি ৫০ মিটারের পুল, যেখানে ১০ ​​লেন রয়েছে। পুল হিসেবে এটি দুর্দান্ত। এটি অলিম্পিক পুল। আমি মনে করি না, কোনো অলিম্পিক পুলকে মন্থর বলা উচিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও বাংলাদেশে আসছে পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’

স্বাস্থ্য, ত্বক ও ঘরের যত্নে ছোট্ট জাদু ‘আদা’

একটি রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রি করছে : ব্যারিস্টার খোকন

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০ নভেম্বর পর্যন্ত আবেদন করুন ব্র্যাক ব্যাংকে

তছনছ করে দুর্বল হলো ঘূর্ণিঝড় মেলিসা

সিরিয়ার ওপর সিজার নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক

ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবে পেন্টাগন

অফিসার পদে নিয়োগ দিচ্ছে আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্স

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

দেশের ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল হবে : মান্নান

১২

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১৩

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৪

০১ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৫

কুবি ছাত্র সংসদ নির্বাচন / অনাবাসিকদের প্রার্থিতা ও ভোটাধিকার নিয়ে বিতর্ক

১৬

বগুড়ায় ‘গ্রিন সিগন্যাল’ পেয়ে নির্বাচনী জনসংযোগে ব্যস্ত বিএনপির যেসব প্রার্থী

১৭

কোটি টাকার পণ্য আত্মসাতের চেষ্টা, মালিকের ভাইসহ গ্রেপ্তার ৩

১৮

একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : সেলিমুজ্জামান

১৯

‘ঢাকায় দানোত্তম কঠিন চীবর দান উৎসব’

২০
X