স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল নিলাম আজ: যেসব বিষয়ে জানা জরুরি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইপিএলের মঞ্চে আজ ফের খুলছে কোটি টাকার দরজা। আবুধাবির ইতিহাদ অ্যারেনায় আজ অনুষ্ঠিত হচ্ছে আইপিএল ২০২৬ মৌসুমের মিনি নিলাম, যেখানে দল গঠনের শেষ ছক্কা মারতে নামবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হওয়া এই নিলামে যেমন নজর থাকবে ক্যামেরন গ্রিন, লিয়াম লিভিংস্টোনদের দিকে, তেমনি বাংলাদেশের সাত ক্রিকেটারের ভাগ্যও নির্ধারিত হবে এ মঞ্চেই। তবে নিলামের আগে জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় :

কতজন খেলোয়াড় দল পাবেন

মোট ১০টি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে এখনো ৭৭টি জায়গা খালি। এর মধ্যে ৩১টি বিদেশি ক্রিকেটারের জন্য। নিয়ম অনুযায়ী, একটি দল সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিতে পারবে এবং স্কোয়াডে বিদেশির সংখ্যা হতে পারবে সর্বোচ্চ আটজন। সবচেয়ে বেশি শূন্যতা কলকাতা নাইট রাইডার্সের—১৩টি জায়গা, আর সবচেয়ে কম পাঞ্জাব কিংসের—মাত্র চারটি।

নিবন্ধনকৃত খেলোয়াড়

এবারের নিলামের জন্য শুরুতে ১,৩৫৫ জন খেলোয়াড় নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৬৯ জন। এর মধ্যে ৪০ জনের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। ভারতীয়দের মধ্যে এই দামে আছেন ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই—দুজনই এবার বড় অঙ্কের লড়াইয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ থেকে কারা?

বাংলাদেশ থেকে নিলামে আছেন সাত ক্রিকেটার—মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও রাকিবুল হাসান। তাদের মধ্যে ভিত্তিমূল্য সবচেয়ে বেশি মুস্তাফিজুর রহমানের। প্রাথমিক তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত নিলামে জায়গা হয়নি সাকিব আল হাসানের।

আলোচনায় যেসব ক্রিকেটার

নিলামের আলোচনার কেন্দ্রে আছেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। বিশ্লেষকদের ধারণা, তার দাম ২৫ কোটি রুপির ঘরও ছাড়াতে পারে। পাশাপাশি লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, ডেভন কনওয়ে ও ডেভিড মিলারদের প্রতিও থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর বাড়তি আগ্রহ।

দলগুলোর কাছে কেমন অর্থ আছে

দলগুলোর হাতে থেকে সবচেয়ে শক্ত অবস্থানে কলকাতা নাইট রাইডার্স—তাদের হাতে রয়েছে ৬৪.৩০ কোটি রুপি। এরপর চেন্নাই সুপার কিংসের ঝুলিতে আছে ৪৩.৪০ কোটি রুপি। বিপরীতে পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস তুলনামূলক কম বাজেট নিয়ে নামছে নিলামে।

নিলামের নিয়ম

মিনি নিলাম হওয়ায় এবার কোনো ‘মার্কি সেট’ নেই এবং রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড ব্যবহারের সুযোগও থাকছে না। ক্যাপড ব্যাটসম্যানদের দিয়েই শুরু হবে নিলাম। ৭০ জন খেলোয়াড় উপস্থাপনের পর শুরু হবে অ্যাক্সেলেরেটেড রাউন্ড, যেখানে অবিক্রীত খেলোয়াড়দের মধ্য থেকে দলগুলো দ্রুত পছন্দ বেছে নেবে।

সব মিলিয়ে আজকের নিলাম শুধু দল গঠনের আনুষ্ঠানিকতা নয়—এটি অনেক ক্রিকেটারের জন্য নতুন ঠিকানা খোঁজার দিন, আবার কারও জন্য অপেক্ষা দীর্ঘ হওয়ার মুহূর্ত। কোটি টাকার ডাকের ভিড়ে কার হাসি চওড়া হবে, আর কার স্বপ্ন থমকে যাবে—তার উত্তর মিলবে আজই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার

নিজ বাড়িতে খুন জনপ্রিয় নির্মাতা ও তার স্ত্রী, ছেলে গ্রেপ্তার

মেট্রোরেল চলাচল স্বাভাবিক 

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাগরের বিষয়ে যা জানা গেল

ওয়াকওভার বিতর্কে প্রথম বিভাগ ক্রিকেট নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিসিবি

সেলুলয়েডে ১৯৭১ : মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িত আলোচিত ৮টি সিনেমা

পরাজিত শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে : টুকু

সেনাবাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১১ 

বিজয় দিবস নিয়ে যা বলছেন তারকারা

বিজয় দিবসে ঢাকা জেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি

১০

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী বিদেশি খেলোয়াড় হলেন গ্রিন

১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় / এবার পাকিস্তানের পতাকার পাশে আঁকা হলো ভারতের পতাকা

১২

বিশ্বের অন্যতম ব্যয়বহুল সংবাদপত্র, যা প্রকাশিত হয় ৪ বছরে একবার

১৩

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৪

যে কারণে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী

১৫

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী

১৬

প্রাণ গেল ওসিসহ ২ পুলিশ কর্মকর্তার

১৭

পুলিশ লাইনস লাগোয়া পার্কিংয়ে বাসে আগুন

১৮

বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি

১৯

ওয়াইফাইয়ের গতি কমলে বাড়াবেন যে উপায়ে

২০
X