একক এবং দ্বৈত—দুই ইভেন্টে খেলার কথা থাকলেও প্যারিস অলিম্পিকে সিদ্ধান্ত বদলান এন্ডি মারে। একক থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার কারণ ছিল দ্বৈত ইভেন্টে ভাল করা। কিন্তু কোয়ার্টারফাইনালেই থামতে হল ব্রিটিশ টেনিস আইকনকে। তাতেই শেষ হলো বর্ণাঢ্য ও চোট আক্রান্ত ক্যারিয়ার।
ঘোষণাটা আগেই দিয়েছিলেন— প্যারিস অলিম্পিক দিয়েই ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন। দ্বৈত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ড্যান ইভান্সকে সঙ্গে নিয়ে খেলতে নামা মারে প্রথম দুই রাউন্ড জিতলেও শেষ আটে এসে থামলেন। যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজ ও টমি পল জুটির কাছে(৬-২, ৬-৪ গেমে) সরাসরি সেটে হেরে গেছেন তারা।
হারের পর ক্যারিয়ার নিয়ে গর্বের কথা জানালেন মারে, ‘টেনিস ক্যারিয়ার, খেলাটি থেকে আমার অর্জন এবং টেনিস যা কিছু দিয়েছে, তা নিয়ে আমি গর্বিত।’
২০১২ সালে ইউএস ওপেন দিয়ে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয় করেন ব্রিটিশ এ তারকা। পরের বছর জিতেছেন উইম্বলডন। ২০১৬ সালেও আসরের শ্রেষ্ঠত্বের স্মারক উচিয়ে ধরেন। কিন্তু তারপর আর সাফল্যর হাঁসি দেখা যায়নি। চোটের কারণে বারবার ছিটকে যেতে হয়েছে। ধাকল কাটিয়ে কোর্টে ফিরেছেন ঠিকই, কিন্তু চেনা ছন্দটা দেখাতে পারেননি।
চোট একং ফর্মের সঙ্গে যে লড়াই চালিয়ে আসছিলেন, তাতে ইস্তফা দিলেন। প্যারিস অলিম্পিকে কোর্টে নামার আগেই জানিয়েছিলেন— এ আসরই আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষ। ক্যারিয়ারের ইতি টানা মুহুর্ত সম্পর্কে মারে বলেছেন, ‘এটা আবেগের মুহুর্ত। কিন্তু সবকিছু নিয়ে আমি খুশি। যে প্রক্রিয়ায় ক্যারিয়ার শেষ হল এ নিয়েও আমি খুশি।’
৪৬ এটিপি শিরোপা জয়ী মারের নেতৃত্বে ব্রিটেন ২০১৫ সালের ডেভিস কাপ জয় করে। ২০০৫ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করার পর প্রায় ১৯ বছরে এক হাজারের বেশি এককের ম্যাচ খেলেছেন সদ্য বিদায়ী এ তারকা।