মাহবুব সরকার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৮:৫২ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতি-দলবাজিতে মুমূর্ষু ক্রীড়াঙ্গন

গত বাফুফের নির্বাচনে কাজী সালাউদ্দিনকে সমর্থন দেয় ফোরাম। ছবি : সংগৃহীত
গত বাফুফের নির্বাচনে কাজী সালাউদ্দিনকে সমর্থন দেয় ফোরাম। ছবি : সংগৃহীত

বগুড়ার সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল একসময় সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমান সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ এসেছেন গোপালগঞ্জ থেকে। সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদকের জেলার নামই বলে দিচ্ছে, তাদের উঠে আসার সিঁড়ি কি ছিল!

বিএনপি ক্ষমতায় থাকলে দলটির অনুসারীদের দখলে থাকে ক্রীড়াঙ্গন- গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আসীন হন বিভিন্ন নেতার পছন্দের লোকজন। আওয়ামী লীগের বেলাও চিত্রটা একই। দেশের প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদ (ফোরাম নামে অধিক পরিচিত) ক্রীড়াঙ্গনের আরেক মাতব্বর। দুই রাজনৈতিক দল এবং ফোরামের চাপে চিড়ে-চ্যাপ্টা বাংলাদেশ ক্রীড়াঙ্গন, যাকে ক্রীড়া ক্ষেত্রে ক্রমাগত পিছিয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।

সাঁতার সংশ্লিষ্ট না হয়েও হুট করেই ২০১৩ সালে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক বনে গিয়েছিলেন রাফিজউদ্দিন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান থাকাকালীন (সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী) জাহিদ আহসান রাসেল রাফিজউদ্দিনকে সাঁতার ফেডারেশনে বসান। ২০১৭ সালে তার কাছ থেকে দায়িত্ব নিয়ে এখনো বহাল বর্তমান সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ।

কিছু ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় ছাপিয়ে প্রভাবক হয়ে দাঁড়াচ্ছে ফোরাম। চলুন দেখে আসি সেটা কীভাবে। একমাত্র ফুটবল ছাড়া দেশের সব ক্রীড়া ফেডারেশনের ভোটার জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো। বেশিরভাগ ক্রীড়া ফেডারেশনের মোট ভোটের মধ্যে জেলা ও বিভাগের ভোটাররাই সংখ্যাগরিষ্ঠ, যে কারণে জোটবদ্ধ ফোরাম ভোটের লড়াইয়ে ক্রীড়া ফেডারেশনের নির্বাচনে ভাগ্যবিধাতা হয়ে দাঁড়াচ্ছে। অনেক ক্ষেত্রে ‘গিভ অ্যান্ড টেক’ সামনে চলে আসছে—অভিযোগ আছে আর্থিক অনিয়মেরও।

এ সম্পর্কে জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের সহসভাপতি সিরাজুদ্দিন মো. আলমগীর কালবেলাকে বলেন, ‘জাতীয় ক্রীড়া ফেডারেশনে তৃণমূল সংগঠকদের প্রেরণ করে থাকে জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদ। তৃণমূল সংগঠকদের ফেডারেশনের নির্বাহী কমিটিতে পাঠানোর পর সংশ্লিষ্ট খেলার প্রতি ওই সংগঠকের দায়বদ্ধতা তৈরি হয়। খেলাটাও তৃণমূলে সচল থাকে। এটাই প্রধান কারণ। কিন্তু এটা স্বীকার করতেই হবে, এ কাজ করতে গিয়ে কিছু জটিলতাও সৃষ্টি হয়।’

সাবেক ব্যাডমিন্টন তারকা এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহসভাপতি জোবায়েদুর রহমান রানা কালবেলাকে বলেন, ‘ক্রীড়া সংশ্লিষ্টদের মাধ্যমেই ক্রীড়াঙ্গন পরিচালিত হওয়া উচিত। সঠিক ব্যক্তি সঠিক জায়গায় না থাকলে মোটেও কোনো ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন না। দেশের ক্রীড়া উন্নয়নের জন্য প্রকৃত সংগঠকদের মাধ্যমে ক্রীড়া ফেডারেশনগুলো পরিচালনা করার বিকল্প নেই।’

দেশের ক্রীড়াঙ্গনে সঠিক ব্যক্তি সঠিক জায়গায় না থাকার জন্য ফোরামকেই বেশি দায়ী করা হয়। এ সম্পর্কে সিরাজুদ্দিন মো. আলমগীর আরও বলেন, ‘জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদ তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের ফেডারেশনের সঙ্গে কাজ করতে গিয়ে কিছু অনিয়ম যে হয় না, এটাও অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক চাপের কারণে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে বসাতে বাধ্য হয় এ সংগঠন, যা অনেক ক্ষেত্রে বিব্রতকর অবস্থা সৃষ্টি করে।’

দেশের প্রায় অর্ধশত ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে ব্যাপক বিস্তার লাভ করেছে রাজনীতি ও ফোরাম। এ বিস্তারের লাগাম টেনে না ধরলে ক্রীড়া ক্ষেত্রে পতন রোধ করা অসম্ভব বলেই মনে করছেন বোদ্ধারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট ভাইয়ের বাসায় ৪ ঘণ্টা কাটালেন খালেদা জিয়া

পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

আমরা কোনো প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না : প্রেস সচিব

সীমান্তে পুশ ইন ঠেকাতে সতর্ক বিজিবি, নিরাপত্তা জোরদার

খরায় বীজতলা ফেটে চৌচির, দুশ্চিন্তায় কৃষক

নাম্বার ওয়ান বিটিএস

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা কিশোর গ্রেপ্তার 

আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত কবে, জানালেন সিইসি

বটগাছের ডাল কাটা নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

ভারত-পাকিস্তানকে ওআইসির বার্তায় ফের কাশ্মীর প্রসঙ্গ

১০

গাছ কাটার প্রমাণ তদন্তে মিললেও প্রতিবেদনে নেই

১১

বিশ্লেষণ / কাশ্মীরের কী লাভটা হলো

১২

বিক্ষোভে উত্তাল তেল আবিব

১৩

গাজায় ব্যাপক বোমাবর্ষণ, নিহত আরও ২৩

১৪

কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক থেকে ছিটকে হেলপার নিহত

১৫

গাইবান্ধায় আ.লীগ কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ, নিয়ে গেল গ্রিল-রড

১৬

৫০০ টাকার জন্য দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমার বিষয়ে মাহফুজ আলমের স্ট্যাটাস

১৮

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

১৯

ঢাকার বাতাসও আজও ‘অস্বাস্থ্যকর’ 

২০
X