মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বরে এই কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের মুখপাত্র মোহেনী তাবাসসুম, যুগ্ম সদস্যসচিব তামিম তাসনিম, এবং সদস্য রিফাত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মিটফোর্ডের সামনে যেভাবে প্রকাশ্যে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা শুধু পৈশাচিকই নয়, রাষ্ট্রের আইন ও মানবাধিকারের উপর সরাসরি আঘাত। এখনই যদি অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার না হয়, তাহলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে।
তারা আরও বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়, আমাদের সামাজিক নিরাপত্তা ও ন্যায়ের ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।
এসময় সংগঠনের নেতারা দেশের সব সচেতন নাগরিক, শিক্ষার্থী এবং যুব সমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন