ফেনী ও পরশুরাম প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১১:৫৪ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১২:০২ এএম
অনলাইন সংস্করণ

ফেনীর বন্যা ঠেকাতে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

ফেনীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে কথা বলেন উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি : কালবেলা
ফেনীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে কথা বলেন উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি : কালবেলা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ফেনীর বন্যা মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এরই মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে মুহুরি নদীতে বেড়িবাঁধ নির্মাণে ৭ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ফেনীতে বন্যার সমস্যা অনেকাংশে কমে আসবে। তা ছাড়া ফেনীর বন্যা সমস্যা নিয়ে আলোচনায় প্রাপ্ত অভিযোগ উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা করা হবে।

শনিবার (১২ জুলাই) সকালে বন্যাকবলিত ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরি নদীর বেড়িবাঁধ পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।

এর আগে তিনি উপজেলার মুন্সীরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজ ও আজমীরি বেগম উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং বন্যাকবলিত মানুষের সঙ্গে কথা বলেন।

এসময় ফারুক-ই-আজম বলেন, প্রাকৃতিক দুর্যোগজনিত সংকটের দায় আমাদের নয়। এটি বৈশ্বিক জলবায়ুজনিত সমস্যা। এর জন্য আমাদের ভুগতে হচ্ছে। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে জেতা যায় না। জলবায়ুর রুদ্ররূপ সমাধানের জন্য সরকারও সক্রিয় রয়েছে।

ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনী দিয়ে বাঁধ নির্মাণের বিষয় ভাবছে সরকার— এমনটা জানিয়ে তিনি বলেন, ফেনীর মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ এক নম্বর হতে হবে। যাদের দিয়ে এ কাজটি করা সম্ভব, তাদেরই দেওয়া হবে। এটি কোনো ছোটখাটো কাজ নয়, অনেক বড় প্রকল্প। সুতরাং এটির জন্য কারিগরি দক্ষতা থেকে শুরু করে আয়োজন-উদ্যোগ সবকিছুই এক নম্বর হতে হবে। কারণ বারবার এত বড় প্রকল্প নিয়ে কাজ করা যাবে না। প্রস্তাবিত এ বড় প্রকল্প যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যেন প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে সম্পন্ন করেন, তা নিশ্চিত করা হবে।

আশ্রয়কেন্দ্র ও দুর্গত এলাকা পরিদর্শনের সময় উপদেষ্টা ফারুক-ই-আজমের সঙ্গে ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন মজুমদার, জেলা ত্রাণ কর্মকর্তা মাহবুব আলম, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম, ফুলগাজী থানার ওসি লুৎফর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

সড়কে পানি থাকায় পরশুরাম যেতে পারেননি উপদেষ্টা : ফেনীর তিনটি উপজেলা পরিদর্শনের কথা ছিল উপদেষ্টা ফারুক-ই-আজমের। ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুপুর ১২টার দিকে তিনি সার্কিট হাউসে ফিরে যান। পরশুরামে বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। বন্যার উৎপত্তিস্থল পরশুরাম, অথচ সেই ক্ষতিগ্রস্ত পরশুরাম উপজেলা পরিদর্শন না করে উপদেষ্টা ফিরে যাওয়ায় ক্ষতিগ্রস্ত বানভাসিরা দুঃখ পেয়েছেন। তবে সড়কে পানি থানায় উপদেষ্টা পরশুরাম যেতে পারেননি বলে জানিয়েছেন তার সফরসঙ্গী থাকা ত্রাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

উপজেলার নিজ কালিকাপুর গ্রামের বাসিন্দা মো. মামুন উদ্দিন বলেন, বন্যার উৎপত্তিস্থল পরশুরাম। গত বছরের বন্যার ক্ষত না শুকাতেই আবারও বন্যা দেখা দেওয়ায় লন্ডভন্ড হয়ে গেছে গোটা উপজেলা। ফেনী জেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরশুরাম। উপদেষ্টার আগমন উপলক্ষে স্থানীয়দের মধ্যে আশার আলো দেখা দিলেও তিনি পরশুরামে না আসায় বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষ চরম হতাশ হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিজেই জমা হবে অনলাইনে, কতটা ভালো?

ভিডিও তৈরির যে অ্যাপ সবার জন্য উন্মুক্ত করল গুগল

ময়মনসিংহে জাপার অফিস ভাঙচুর

গণঅধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

স্বাস্থ্য পরামর্শ / মোটরযানের কালো ধোঁয়া ও অসংক্রামক রোগের ঝুঁকি

নুরের ওপর হামলার নিন্দা / আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নুরের অবস্থা মুমূর্ষু, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

১০

ডাচদের সাথে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

১১

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

১২

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

১৩

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

১৪

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

১৫

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

১৬

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১৭

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

১৮

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

১৯

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

২০
X