ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্রীড়াঙ্গনে যুদ্ধংদেহি অবস্থা!

ক্রীড়াঙ্গনের একাংশ। ছবি : সংগৃহীত
ক্রীড়াঙ্গনের একাংশ। ছবি : সংগৃহীত

ক্রীড়া ফেডারেশনগুলোর মসনদ নিয়ে সংগঠকদের মনোভাব বোঝা গেছে ২৭ অক্টোবর। এদিন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিতে এসে তোপের মুখে পড়েছিলেন বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিরা।

সার্চ কমিটির সঙ্গে চলমান মতবিনিময়কে ঘিরে তৈরি হয়েছে নতুন শঙ্কা, রীতিমতো যুদ্ধংদেহি অবস্থা তৈরি হয়েছে! মঙ্গলবার (১ অক্টোবল) শুরু হওয়া ফেডারেশন প্রতিনিধিদের সঙ্গে সার্চ কমিটির কর্মকর্তাদের মতবিনিময় সভার নাম চাওয়া হয়েছিল বিভিন্ন ফেডারেশনে।

সভায় কারা যাবেন—এ নিয়ে রীতিমতো হুলস্থূল বেধেছিল। এক পক্ষ আরেক পক্ষকে হুমকি-ধমকি দিয়েছে—এমন অভিযোগ পাওয়া গেছে। অবস্থা প্রকট আকার ধারণ করেছিল বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনে।

এ ফেডারেশনে সাবেক দুই সাধারণ সম্পাদক শাহ আলম ও অ্যাডভোকেট আলী ইমাম তপনের নেতৃত্বে দুটি জোট সক্রিয়। দুই জোটের কর্মকর্তারাই ফেডারেশনে গিয়ে চাপ সৃষ্টি করেন। সভাপতি, সাধারণ সম্পাদক এবং এক নম্বর যুগ্ম সম্পাদক না থাকায় অ্যাথলেটিকসে নেতৃত্বশূন্যতা প্রকট।

যে কারণে চাপ পড়েছে অ্যাথলেটিকস ফেডারেশনের অফিস স্টাফদের ওপর। শেষ পর্যন্ত বিবদমান দুটি পক্ষ এবং সাবেক ক্রীড়াবিদদের মধ্যে থেকে ২৫ জনের তালিকা পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত জটিলতা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। অনেক কর্মকর্তা সভায় যোগদানের জন্য বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে চাপ প্রয়োগ করেও ব্যর্থ হয়েছেন। সে ক্ষোভ থেকে সভায় যোগ দিতে আসা কর্মকর্তাদের ওপর হামলার আশঙ্কাও করা হচ্ছে! এ নিয়ে বিরক্ত বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তা এবং ক্রীড়া সংশ্লিষ্টরা।

বিভিন্ন ফেডারেশনের দায়িত্বপ্রাপ্তরা জানাচ্ছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনগুলোতে কোনো নির্দেশনা জারি করলে চিঠি ফেডারেশনের অফিসে পৌঁছানোর আগে তা অনেক সংগঠক পেয়ে যাচ্ছেন। তার পর থেকেই শুরু হয় এ নিয়ে হট্টগোল। সময় যত যাচ্ছে, পরিস্থিতি তত জটিল হচ্ছে।

এদিকে সাবেক স্প্রিন্টার ও অ্যাথলেটিকস কোচ ফরিদ খান চৌধুরী মনে করেন, ক্রীড়া ফেডারেশনগুলো পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করায় বিলম্বের কারণে জটিলতা বাড়বে।

সাবেক এ ক্রীড়াবিদের কথায়, ‘বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃত্বশূন্য স্পষ্ট হয়েছে, যার অন্যতম অ্যাথলেটিকস। এ কারণে একদিকে মাঠের খেলায় স্থবিরতা নেমে এসেছে। অন্যদিকে ফেডারেশনগুলোর মসনদ নিয়েও জটিলতা বাড়বে। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনার শঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

এদিকে সার্চ কমিটি থেকে কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুলকে বাদ দেওয়ার পর কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুরোনো চার সদস্যের সঙ্গে নতুন হিসেবে যুক্ত করা হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলামকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ

এবার এনসিপি নেত্রীর পদত্যাগ 

টানা বজ্রবৃষ্টির আভাস, ঝরতে পারে যেসব এলাকায়

নদীতে ভাসছিল স্কুলশিক্ষিকার মরদেহ

সংগীতশিল্পী দীপ আর নেই

খালি পেটে অ্যালোভেরার জুস খাওয়া কতটা ভালো

ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশের ভাগ্যে কী ঘটবে

অভিযোগে কাজ হয়নি, এবার কি এশিয়া কাপ বয়কট করবে পাকিস্তান?

পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

একাধিক জনবল নিয়োগ দিচ্ছে ফুডপান্ডা, আবেদন করুন আজই

১০

চার থেকে পাঁচটি ট্রলারে এসে চতুর্দিক থেকে গুলি করা হয় : র‍্যাব

১১

কারিগর সংকটে প্রতিমা তৈরিতে ধীরগতি

১২

পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৩

সিনিয়র ম্যানেজার পদে যমুনা গ্রুপে নিয়োগ

১৪

গাজায় ইসরায়েলি যুদ্ধকে গণহত্যা বলছে জাতিসংঘের তদন্ত সংস্থা 

১৫

এশিয়া কাপে বাংলাদেশের টিকে থাকার ম্যাচ আজ

১৬

এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ

১৭

ঘুষের দায়ে চাকরি হারালেন এনবিআরের দুই কর্মকর্তা

১৮

আগামী সপ্তাহে বৈঠক হতে পারে ট্রাম্প-জেলেনস্কির

১৯

অ্যাজমার ঝুঁকি কমাতে কিছু সহজ নিয়ম

২০
X