অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ ছেলেদের দলের দুর্দান্ত অভিযান অব্যাহত থাকল। শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার (৫ জুলাই) চীনের দাজু হকি ট্রেইনিং সেন্টারে বাংলাদেশের যুবারা দেখালো একপেশে দাপট, প্রতিপক্ষকে ১৩-০ গোলে উড়িয়ে দিল তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে লাল-সবুজের দল। সবচেয়ে উজ্জ্বল ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ, যিনি একাই চারটি গোল করে দলের বড় জয়ে মূল ভূমিকা রাখেন। ইসমাইল হোসেন করেন তিনটি গোল। দ্বীন ইসলাম ও সাজেদুল করেন দুটি করে গোল। এছাড়া, বিশাল আহমেদ ও মোহাম্মদ মেহেদী একটি করে গোল দিয়ে স্কোরশিটে নাম লেখান।
প্রথমার্ধ থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল ম্যাচের নিয়ন্ত্রণ কার হাতে। শ্রীলঙ্কার রক্ষণভাগকে একপ্রকার ছিন্নভিন্ন করে দেয় বাংলাদেশের খেলোয়াড়রা। ম্যাচের প্রতিটি আক্রমণেই যেন লুকিয়ে ছিল নতুন চমক।
এর আগে হংকংয়ের বিপক্ষেও জয় পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল। ধারাবাহিক এই সাফল্যে দলটি এখন ক্রমেই আত্মবিশ্বাসী হয়ে উঠছে।
এদিকে, মেয়েদের বিভাগেও মিলেছে সুখবর। প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দল নিজেদের দ্বিতীয় ম্যাচেই পেয়েছে প্রথম জয়। জাপানের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও, উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। ম্যাচে কনা আক্তার জোড়া গোল করেছেন, আরেকটি গোল এসেছে আইরিন রিয়ার স্টিক থেকে।
ছেলেদের হকি দলের এই বিশাল জয় এবং মেয়েদের দলের প্রত্যাবর্তন—দুই মিলে হকিতে বাংলাদেশের ভবিষ্যৎ যে কতটা উজ্জ্বল, তারই বার্তা দিচ্ছে। দেশের ক্রীড়াপ্রেমীদের কাছে এটি নিঃসন্দেহে এক বড় প্রেরণার গল্প।
মন্তব্য করুন