স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৯:১৪ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

তিন ম্যাচে ১৬ গোল দিয়ে এশিয়া কাপে বাংলাদেশ

পুরো বাছাইপর্বেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
পুরো বাছাইপর্বেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসে নতুন সাফল্যের গল্প রচিত হলো ইয়াঙ্গুনে। বাছাই পর্বে তিন ম্যাচের সবগুলোতে জয় পেয়ে এক ম্যাচ আগেই এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করেছিল দল। তবে শেষ ম্যাচটিকে কেবল আনুষ্ঠানিকতা ভাবেনি পিটার বাটলারের শিষ্যরা। বরং তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭-০ গোলের দাপুটে জয় দিয়ে বাছাই মিশন শেষ করেছে তারা।

শুক্রবার (৫ জুলাই) মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে প্রথমার্ধেই প্রতিপক্ষকে ধুঁইয়ে দিয়েছিল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ঢঙে খেলা শুরু করে লাল-সবুজের মেয়েরা। মাত্র ৩ মিনিটেই স্বপ্না রানীর গোলে এগিয়ে যায় দল। এরপর ৬ ও ১৩ মিনিটে শামসুন্নাহারের জোড়া গোল বাংলাদেশের আধিপত্য আরও দৃঢ় করে। ১৬ থেকে ২০ মিনিটের মধ্যে মনিকা, ঋতুপর্ণা এবং তহুরা খাতুনের তিনটি টানা গোলে স্কোরলাইন হয়ে যায় ৬-০। প্রথমার্ধ শেষের ঠিক আগে ঋতুপর্ণা নিজের দ্বিতীয় গোলটি করলে ৭-০ ব্যবধানে বিরতিতে যায় দল।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও বাংলাদেশের মেয়েরা বল দখল ও আক্রমণে সমান তেজ দেখিয়েছে। তবে ম্যাচের শেষ দিকে কিছু সহজ সুযোগ নষ্ট করায় ডাবল ডিজিট গোলের ঐতিহাসিক কীর্তি অর্জন হয়নি।

বাছাই পর্বের তিন ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ১৬ বার। অন্যদিকে, নিজেদের জালে গোল খেয়েছে মাত্র একবার, মিয়ানমারের বিপক্ষে। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় ঋতুপর্ণারা। এরপর মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারায় তারা। আজকের বিশাল জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

দুইবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল এবারই প্রথম এশিয়ান ফুটবল অঙ্গনে এতটা জোরালো বার্তা দিয়েছে। এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ায় আন্তর্জাতিক মঞ্চে দেশের নারীদের ফুটবলের উত্থান স্পষ্ট হয়ে উঠেছে।

দলটি আগামীকাল মিয়ানমার থেকে দেশে ফিরবে। বাফুফে সূত্রে জানা গেছে, মধ্যরাতেই ঢাকায় পৌঁছানোর পর নারী দলকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করছে ফেডারেশন।

বাংলাদেশের এই জয় শুধু পরিসংখ্যান নয়, আত্মবিশ্বাসেরও মজবুত ভিত্তি। আগামী বছর মূল পর্বে এই আত্মবিশ্বাসই হতে পারে বড় হাতিয়ার, যা দেশের কোটি ফুটবলপ্রেমীর প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের পাঁচ সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান

‘আগামী নির্বাচনে ইসলামপন্থিদের ভোটের বাক্স হবে একটাই’

লঙ্কানদের বিপক্ষে ফাইফারের পর যা বললেন তানভীর

হবিগঞ্জে ছাত্রলীগের দুই নেতা আটক

আঘাত, লাল কার্ড, বিদায়—সব পেছনে ফেলে সেমিতে পিএসজি

৬ জুলাই / বিক্ষোভে উত্তাল দেশ, ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

নারী দলের জন্য গভীর রাতে অভিনব সংবর্ধনার আয়োজন

পুরোনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি, খেলার নিয়ম বদলাতে এসেছি: নাহিদ ইসলাম

ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

সিরিয়ার নতুন জাতীয় প্রতীক ‘সোনালী ঈগল’, অর্থ কী ও কেন?

১০

‘বিআইটি মডেল’ বাস্তবায়ন দাবিতে উত্তাল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

১১

প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি : প্রিন্স

১২

তপশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে : ফারুক

১৩

কুমিল্লায় ৩ খুনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান-মেম্বার

১৪

চালের দাম নিয়ে সুখবর দিলেন খাদ্য উপদেষ্টা

১৫

আন্তর্জাতিক ইসলামি সংগঠনের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের সভা

১৬

প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন : ধর্ম উপদেষ্টা

১৭

বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি না করার আহ্বান সাকির

১৮

বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হামলা

১৯

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

২০
X