স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৯:১৪ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

তিন ম্যাচে ১৬ গোল দিয়ে এশিয়া কাপে বাংলাদেশ

পুরো বাছাইপর্বেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
পুরো বাছাইপর্বেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসে নতুন সাফল্যের গল্প রচিত হলো ইয়াঙ্গুনে। বাছাই পর্বে তিন ম্যাচের সবগুলোতে জয় পেয়ে এক ম্যাচ আগেই এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করেছিল দল। তবে শেষ ম্যাচটিকে কেবল আনুষ্ঠানিকতা ভাবেনি পিটার বাটলারের শিষ্যরা। বরং তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭-০ গোলের দাপুটে জয় দিয়ে বাছাই মিশন শেষ করেছে তারা।

শুক্রবার (৫ জুলাই) মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে প্রথমার্ধেই প্রতিপক্ষকে ধুঁইয়ে দিয়েছিল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ঢঙে খেলা শুরু করে লাল-সবুজের মেয়েরা। মাত্র ৩ মিনিটেই স্বপ্না রানীর গোলে এগিয়ে যায় দল। এরপর ৬ ও ১৩ মিনিটে শামসুন্নাহারের জোড়া গোল বাংলাদেশের আধিপত্য আরও দৃঢ় করে। ১৬ থেকে ২০ মিনিটের মধ্যে মনিকা, ঋতুপর্ণা এবং তহুরা খাতুনের তিনটি টানা গোলে স্কোরলাইন হয়ে যায় ৬-০। প্রথমার্ধ শেষের ঠিক আগে ঋতুপর্ণা নিজের দ্বিতীয় গোলটি করলে ৭-০ ব্যবধানে বিরতিতে যায় দল।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও বাংলাদেশের মেয়েরা বল দখল ও আক্রমণে সমান তেজ দেখিয়েছে। তবে ম্যাচের শেষ দিকে কিছু সহজ সুযোগ নষ্ট করায় ডাবল ডিজিট গোলের ঐতিহাসিক কীর্তি অর্জন হয়নি।

বাছাই পর্বের তিন ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ১৬ বার। অন্যদিকে, নিজেদের জালে গোল খেয়েছে মাত্র একবার, মিয়ানমারের বিপক্ষে। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় ঋতুপর্ণারা। এরপর মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারায় তারা। আজকের বিশাল জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

দুইবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল এবারই প্রথম এশিয়ান ফুটবল অঙ্গনে এতটা জোরালো বার্তা দিয়েছে। এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ায় আন্তর্জাতিক মঞ্চে দেশের নারীদের ফুটবলের উত্থান স্পষ্ট হয়ে উঠেছে।

দলটি আগামীকাল মিয়ানমার থেকে দেশে ফিরবে। বাফুফে সূত্রে জানা গেছে, মধ্যরাতেই ঢাকায় পৌঁছানোর পর নারী দলকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করছে ফেডারেশন।

বাংলাদেশের এই জয় শুধু পরিসংখ্যান নয়, আত্মবিশ্বাসেরও মজবুত ভিত্তি। আগামী বছর মূল পর্বে এই আত্মবিশ্বাসই হতে পারে বড় হাতিয়ার, যা দেশের কোটি ফুটবলপ্রেমীর প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ফরেন পোস্ট অফিসে অবৈধ ‘পাকিস্তানি গৌড়ি’ ক্রিম জব্দ

ব্যবসায়ী খোকন দাস হত্যা, আদালতে ৩ আসামির স্বীকারোক্তি

ওসমান হাদির হত্যাকারী ফয়সালের সন্ধান দিলেন ডিবি প্রধান

জেলা দায়িত্বশীলদের প্রতি যে নির্দেশনা দিল জমিয়ত

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘লোক প্রশাসন’ দিবস উদযাপিত

চট্টগ্রাম-৯ / আপিল করবেন ‘যুক্তরাষ্ট্রের নাগরিক’ জামায়েত প্রার্থী ফজলুল হক

আ.লীগ নেতা গ্রেপ্তার

অংশীদারিত্ব ছাড়া শাসন ব্যবস্থার রূপান্তর হবে না : জেএসডি

সিডনিতে স্মিথের রাজত্ব, এক ইনিংসে ভাঙলেন কয়েকটি ইতিহাস

১০

চবিতে তেপান্তর সাহিত্য সভার প্রশিক্ষণ কর্মশালা

১১

জনগণের কল্যাণের জন্যই আমার রাজনীতি : নুরুদ্দিন অপু

১২

লাক্সারি সোফা ছেড়ে মাটির চুলায় জয়া

১৩

এনসিপির ৫ নেতার পদত্যাগ

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির পাঠশালা : প্রিন্স

১৫

যে কারণে নির্বাচনে প্রার্থী হননি ইসলামী আন্দোলনের আমির

১৬

দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপিকে ঐক্যবন্ধভাবে এগিয়ে যেতে হবে : শেখ আব্দুল্লাহ

১৭

শ্রমজীবী ও চালকদের মর্যাদা নিশ্চিতের আহ্বান রিজভীর

১৮

২৫ ঘণ্টায় যত টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

১৯

বিশ্বকাপে ভারতের ভিসা নিয়ে জটিলতায় পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা

২০
X