হকিতে সাধারণত বড় দলগুলো সামর্থ্যের সবটুকু দেয় শেষদিকে। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের বিপক্ষে সেটা দেখাল জাপান। প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে থাকা লাল-সবুজদের ৬-৪ গোলে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে দেশটি।
দ্বিতীয় মিনিটে দ্বীন ইসলামের পেনাল্টি কর্নার (পিসি) গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১২তম মিনিটে ফিল্ড গোলে স্কোরলাইন দ্বিগুণ করেন ইসমাইল হোসেন। ১৮ মিনিটে ইয়োমা ফুজিওয়ারার ফিল্ড গোলে ব্যবধান কমায় জাপান। ২৮ মিনিটে ২-২ করেন হিরোকি টোডা। ৩০তম মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। চতুর্থ কোয়ার্টারে চার গোল করে ম্যাচের লাগাম নিজেদের অনুকূলে নিয়ে নেয় জাপান। ৪৭তম মিনিটে অবশ্য অমিত হাসানের লক্ষ্যভেদে ৪-৩ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ওই অবস্থা থেকে ৫১, ৫৭ ও ৬০তম মিনিটে তিন গোল করেছে এশিয়ান পরাশক্তিরা।
আরেক সেমিফাইনালে পাকিস্তান-মালয়েশিয়ার লড়াই ৩-৩ সমতায় শেষ হয়। শ্যূট আউটে মালয়েশিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায় পাকিস্তান। স্থান নির্ধারণী ম্যাচে আগামীকাল মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান খেলবে জাপানের বিপক্ষে।
মন্তব্য করুন