ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

কার্লসেনকে হারানো মুগ্ধ অর্থ সংকটে

রায়ান রশিদ মুগ্ধ। ‍ছবি : সংগৃহীত
রায়ান রশিদ মুগ্ধ। ‍ছবি : সংগৃহীত

বুলেট গেমে কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে শিরোনামে আসেন রায়ান রশিদ মুগ্ধ। বাংলাদেশি খুদে দাবাড়ু আবারও শিরোনামে—এবার পৃষ্ঠপোষকতার অভাবে বিদেশে খেলতে যেতে না পারার কারণে! ১৮ সেপ্টেম্বর কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাতিতে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপ।

অনূর্ধ্ব-১০ বয়স বিভাগে টানা তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন রায়ান রশিদ মুগ্ধর এ আসরে অংশগ্রহণ করার কথা। আসরে খেলার যোগ্যতা আছে, অংশগ্রহণের জন্য নিবন্ধনও করা হয়েছে। বিপত্তি বাঁধে আনুষঙ্গিক ব্যয়ের ইস্যুতে। এ কারণে প্রতিভাবান এ দাবাড়ুর কাজাখস্তান যাত্রা অনিশ্চিত। রায়ান রশিদ মুগ্ধ ৮ বছর বয়সে কিরগিজস্তানে অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১০ বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে।

বর্তমান স্ট্যান্ডার্ড রেটিং বিবেচনায় বিশ্বে অনূর্ধ্ব-১০ বছর বয়সীদের মধ্যে বাংলাদেশি খুদে এ দাবাড়ুর অবস্থান ১৭তম, এশিয়ায় সে আছে সপ্তম স্থানে। র‌্যাপিড রেটিংয়ে বিশ্বে মুগ্ধ দ্বিতীয় স্থানে আছে—যার বর্তমান স্ট্যান্ডার্ড রেটিং ২০৭০, র‌্যাপিড রেটিং ২১৭৫। এ খুদে প্রতিভার মেধা বিকাশে গুরুত্বপূর্ণ হতে পারে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপ। এ জন্য মুগ্ধর পরিবার পৃষ্ঠপোষকতা প্রত্যাশা করছে।

এ প্রসঙ্গে মুগ্ধর চাচা মো. মাসুদ কালবেলাকে বলছিলেন, ‘মুগ্ধর মেধা বিকাশের জন্য নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার বিকল্প নেই। অধিকাংশ ক্ষেত্রে পারিবারিক উদ্যোগেই তাকে বিভিন্ন দেশে পাঠানো হয়। কিন্তু সকল আসরে অংশগ্রহণের খরচ তো আর পরিবার থেকে বহন করা সম্ভব হয় না। কিছু ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা প্রয়োজন হয়। ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে তেমন সাপোর্ট প্রয়োজন।’

ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-৮, অনূর্ধ্ব-১০ এবং অনূর্ধ্ব-১২ ক্যাটাগরির স্ট্যান্ডার্ড, র‌্যাপিড এবং ব্লিটজ—তিন ফরম্যাটে খেলা হয়। এ আসর উদীয়মান দাবাড়ুদের জন্য বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। যেখানে প্রায় ১০০ দেশ অংশগ্রহণ করে। আসরে ভালো ফলাফল করতে পারলে দাবার খেতাব অর্জন করা যায়।

এ ছাড়া খুদে দাবাড়ুদের সামনে থাকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ। রায়ান রশিদ অনূর্ধ্ব-১০ ক্যাটাগরিতে খেলার জন্য প্রায় ৩ মাস ধরে প্রস্তুতি নিচ্ছে। তার ব্যক্তিগত কোচ ফিদে মাস্টার নাইম হক। কাজাখস্তানে মুগ্ধর সঙ্গে তার কোচকে পাঠাতে আগ্রহী পরিবার। কারণ বিশ্বমানের আসরে ভালো করতে হলে প্রতি রাউন্ডের আগে প্রতিপক্ষর খেলা বিশ্লেষণ করতে হয়, আলাদা প্রস্তুতি নিতে হয়, নির্ধারণ করতে হয় কৌশল। এ জন্য দক্ষ কোচের বিকল্প নেই। এ জন্য ৩ লাখ ৮০ হাজার টাকার প্রয়োজন বলে জানিয়েছে, রায়ান রশিদ মুগ্ধর পরিবার।

বর্তমান সময়ে যা জোগান দেওয়া পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। প্রতিভাবান এ দাবাড়ুকে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপে পাঠাতে সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে রায়ান রশিদ মুগ্ধর পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির নির্বাচন করার ঘোষণা দিলেন বুলবুল

ছেলেদের বিপক্ষে আবারও মাঠে নামবে মেয়েরা, সূচি চূড়ান্ত

সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

নির্মাতার হুমকি-ধমকিতেই কি ইন্ডাস্ট্রি ছেড়ে দিচ্ছেন রিপা?

সংশোধনী অধ্যাদেশ জারি  / রাজস্বনীতি বিভাগের সচিব হবেন শুল্ক-করের অভিজ্ঞ ব্যক্তি

বিমানবন্দরের কাছে বুড়িমারি এক্সপ্রেস লাইনচ্যুত

সমন্বয়কদের গ্রেপ্তার নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাজসাক্ষী মামুন

আফগানিস্তানে নিহত বেড়ে ১১২৪, আহত ছাড়াল ৩ হাজার

সাদা পাথর লুটে অভিযুক্তদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু

‘গণধর্ষণে’র হুমকিদাতা শিক্ষার্থীর শাস্তি দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

১০

১৯ বগি ফেলে চলে গেল পর্যটক এক্সপ্রেস

১১

পান চাষিদের মাথায় হাত

১২

পেট ফুলে থাকা, ব্যথা, গ্যাস? কখন ডাক্তার দেখানো উচিত জেনে নিন

১৩

অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ চূড়ান্ত

১৪

ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু

১৫

গাজায় ইসরায়েলি হামলা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

১৬

আবুল খায়ের গ্রুপে বড় নিয়োগ, আজই আবেদন করুন

১৭

দেশকে অস্থিতিশীল করার নির্দেশনা, ষড়যন্ত্র স্বীকার করছেন মিজানুর

১৮

নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল 

১৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন জামায়াত নেতা

২০
X