কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

সর্বদলীয় বৈঠকে ৫ সিদ্ধান্ত, আলোচনায় আ.লীগ-জাপা ইস্যু

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ফ্যাসিবাদী শক্তি হিসেবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা)সহ ১৪ দলের বিচার দাবি করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদসহ ২২টি রাজনৈতিক দল। সর্বদলীয় এ বৈঠকে পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে আলরাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ২২টি রাজনৈতিক দলের সভা থেকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকাল ৫টা থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত এই সভা হয়।

সভায় গৃহীত পাঁচটি সিদ্ধান্ত হলো౼ এক. গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো।

দুই. ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেপ্তার।

তিন. ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠা।

চার. ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার।

পাঁচ. নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশ।

জানা গেছে, সভায় অংশগ্রহণকারী প্রায় অধিকাংশ রাজনৈতিক দল ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানায়। তবে দু-একটি দল এর বিরোধিতা করায় শেষ পর্যন্ত এই দাবি গৃহীত হয়নি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, আব্দুজ জাহের, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আনোয়ার শাহাদাৎ টুটুল, ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র আব্দুল কাদের, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, গণসংহতি আন্দোলনের তাসলিমা আক্তার, নাগরিক ঐক্যের কবির হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর ৩টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির

মৌলভীবাজার ৪টি আসনে বিএনপির প্রার্থী যারা 

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

রাজধানীতে আজ কোথায় কী

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

০৪ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

বিএনপির মনোনীত প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী

বিএনপি একটি সুন্দর রাষ্ট্র গড়তে চায় : কফিল উদ্দিন

১০

১১৪ আসনে নতুন প্রার্থী বিএনপির

১১

গাজীপুরের চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

১২

শেরপুরের তিনটি আসনে বিএনপির ভরসা যারা

১৩

ময়মনসিংহের ১১টি আসনের ৯টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

১৪

মধ্যরাতে বিএনপির চার নেতাকে বহিষ্কার

১৫

খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় ফেনীতে উচ্ছ্বাস

১৬

মেসিকে সেরা মানতে নারাজ রোনালদো!

১৭

বগুড়ায় বিএনপির প্রার্থী হলেন যারা

১৮

ফিফপ্রোর বর্ষসেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন কারা?

১৯

দাবি আদায়ে নতুন কর্মসূচি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের

২০
X