ঢালিউডের চিত্রনায়িকা রাজ রিপা সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে জানিয়েছেন, তিনি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে চলেছেন। দীর্ঘ ৭ বছরের কঠোর পরিশ্রমের পরও নিজের স্বপ্নের সিনেমা ‘মুক্তি’ সম্পূর্ণ করতে না পারায় তিনি মানসিকভাবে চাপের মধ্যে রয়েছেন।
রিপা লিখেছেন, ‘একলা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। ভালো-মন্দ সবকিছু দেখেছি। আলহামদুলিল্লাহ কারো সাথে বেইমানি করিনি, কারো কাছে দেনা নেই। কিন্তু পরিচালক ইফতাকার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি আছে। হয়তো তিনি তা শোধ করবেন, নয়তো নিজের জোরে নিজেকে সরিয়ে নেব।’
নায়িকা স্পষ্ট করেছেন, সিনেমার বাকি কাজ শেষ করতে গিয়ে শুধু মানসিক চাপই নয়, আর্থিক ও পেশাগত অসুবিধাও মোকাবিলা করতে হয়েছে। “৪ বছর ধরে ‘মুক্তি’ সিনেমার জন্য মানসিক যন্ত্রণা সহ্য করেছি, টাকা ও সময় উভয়ই ক্ষয় হয়েছে। আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে পরিচালক শুধু নিজের সুবিধা নিয়েছেন। ৮ বছরেও ‘মুক্তি’ ছাড়া কোনো সিনেমা হয়নি। শেষ কাজ ছিল একটি বিউটি প্রোডাক্ট ইভেন্ট, সেটা তাও আমার মাধ্যমে।”
রিপা অভিযোগ করেছেন, পরিচালকের আচরণ হুমকিমূলক। ‘সিনেমার হার্ডডিস্ক নষ্ট করার হুমকি, মানসিক চাপ—সবই সহ্য করেছি। একসময় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে নিজের স্বপ্নকেও মাটিতে চাপা দিতে হয়েছে।’
তিনি আরও লিখেছেন, “একজন শিল্পীর দায়িত্ব কখনোই সিনেমার স্পন্সর আনা নয়, তা পরিচালককে করতে হয়। আমি চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। আর এখন ‘মুক্তি’ সিনেমার বাকি কাজ বা স্পন্সরের জন্য মেন্টালি প্রেসার নিতে পারছি না।”
শেষে রাজ রিপা ভক্ত ও সহকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমার রাগ বা হতাশার জন্য যদি কারো মনে কষ্ট হয়ে থাকে, ক্ষমা করে দিন। নিজের স্বপ্নের জন্য লড়েছি, কিন্তু বেইমানির কাছে হার মানতে হয়েছে। আর এই শহর ছেড়ে চলে যাচ্ছি। পরিচিত মানুষদেরও আর চিনতে চাই না। এই ইন্ডাস্ট্রি সত্যিই আমার জন্য নয়।’
মন্তব্য করুন