জাতীয় পার্টির প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী পদত্যাগ করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে চিঠি দিয়ে এ তথ্য জানান।
চিঠিতে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত অসুবিধার জন্য জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করলাম।’
দেলোয়ার জালালী বলেন, ‘আমি ২০১৮ সালের ৫ এপ্রিল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দিই। পল্লীবন্ধুর মৃত্যুর পর থেকে এ পর্যন্ত আপনার প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। জাতীয় পার্টির মতো একটি বড় দলের প্রেস উইং একাই সামলাতে চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘তারপরও সম্প্রতি উত্থাপিত জাতীয় পার্টি প্রেস উইংয়ের ব্যর্থতা ও দুর্বলতার দায় আমি এড়াতে পারি না। তাই জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করলাম।’
চিঠিতে তিনি জি এম কাদেরের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মন্তব্য করুন