‘ক্রীড়া হোক মাদকের প্রধান প্রতিবন্ধকতা, ফুটবল হোক যুব প্রাণের সেরা উপলক্ষ্য’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে ফুটবল ফেস্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। যেখানে খেলাধুলার উচ্ছ্বাসের সঙ্গে মাদকবিরোধী বার্তাও সমানভাবে ছড়ায়।
বাংলাদেশ খ্রিস্টান যুব অ্যাসোসিয়েশন (বিসিজেএ) এর উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১২টি ফুটবল দল অংশ নেয় এই আসরে।
অংশগ্রহণকারী দলগুলো হলো- গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), পাগাড় মিশন স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ খ্রিস্টান যুব অ্যাসোসিয়েশন (ভাসানিয়া শাখা), সাধু আগস্টিন সংঘ (মঠবাড়ী ধর্মপল্লী), বাংলাদেশ খ্রিস্টান যুব অ্যাসোসিয়েশন (তুমিলিয়া শাখা), ফাওকাল খ্রিস্টান একতা যুব সংঘ, জিরো ডিএফসি, চড়াখোলা খ্রিস্টান অগ্রযাত্রা সংঘ (কেন্দ্রীয় যুব সংগঠন), দড়িপাড়া ধর্মপল্লী, গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ), চড়াখোলা খ্রিস্টান অগ্রযাত্রা সংঘ (কেন্দ্রীয় যুব সংগঠন) এইচপি এবং নাগরী ধর্মপল্লী।
দিনব্যাপী আয়োজনে ছিল খেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও। ফাইনাল ম্যাচের আগে সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠে দর্শক ও খেলোয়াড়রা। এরপর গেস্ট অব অনার বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন (বিসিএ)-এর সভাপতি নির্মল রোজারিও মাঠে ফুটবলে কিক করে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন।
টুর্নামেন্টের ফাইনালে গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) ১-০ গোলে হারায় গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু)-কে। এ জয়ে জিএসএফ চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তোলে, রানার্সআপ হয় গাসু। ফাইনাল শেষে অতিথিরা পুরস্কার বিতরণ করেন এবং বিজয়ী দলকে অভিনন্দন জানান।
এ সময় নির্মল রোজারিও বলেন, খেলাধুলা যুব সমাজকে একত্রিত করে, মাদক থেকে দূরে রাখে। আজকের (শুক্রবার) টুর্নামেন্ট তারই প্রমাণ।
দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান প্রতাপ আগস্টিন গমেজ বলেন, যুবদের এ উচ্ছ্বাস সমাজে ইতিবাচক শক্তি সঞ্চার করবে।
একই সংগঠনের সেক্রেটারি পেপিলন হেনরী পিউরিফিকেশন বলেন, খেলা শুধু বিনোদন নয়, এটা সামাজিক আন্দোলনের হাতিয়ারও হতে পারে।
বাংলাদেশ খ্রিস্টান যুব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক লিংকার্স বি. রোজারিও বলেন, এই টুর্নামেন্ট এবং জিএসএফের জয় প্রমাণ করেছে যে- যুব সমাজ মাদক নয়, খেলাধুলাকেই বেছে নিতে চায়।
দিনব্যাপী এই আয়োজন ঘিরে মাঠে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়, দর্শক আর অতিথিদের উপস্থিতিতে ফুটবল ফেস্ট-২০২৫ এক অনন্য মিলনমেলায় পরিণত হয়, যেখানে খেলাধুলার উচ্ছ্বাসের সঙ্গে মাদকবিরোধী বার্তাও সমানভাবে ছড়ায়।
মন্তব্য করুন