কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মাদকবিরোধী বার্তা নিয়ে ঢাকায় খ্রিস্টান যুব অ্যাসোসিয়েশনের ফুটবল ফেস্ট 

মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান হয়। ছবি : কালবেলা
মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান হয়। ছবি : কালবেলা

‘ক্রীড়া হোক মাদকের প্রধান প্রতিবন্ধকতা, ফুটবল হোক যুব প্রাণের সেরা উপলক্ষ্য’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে ফুটবল ফেস্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। যেখানে খেলাধুলার উচ্ছ্বাসের সঙ্গে মাদকবিরোধী বার্তাও সমানভাবে ছড়ায়।

বাংলাদেশ খ্রিস্টান যুব অ্যাসোসিয়েশন (বিসিজেএ) এর উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১২টি ফুটবল দল অংশ নেয় এই আসরে।

অংশগ্রহণকারী দলগুলো হলো- গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), পাগাড় মিশন স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ খ্রিস্টান যুব অ্যাসোসিয়েশন (ভাসানিয়া শাখা), সাধু আগস্টিন সংঘ (মঠবাড়ী ধর্মপল্লী), বাংলাদেশ খ্রিস্টান যুব অ্যাসোসিয়েশন (তুমিলিয়া শাখা), ফাওকাল খ্রিস্টান একতা যুব সংঘ, জিরো ডিএফসি, চড়াখোলা খ্রিস্টান অগ্রযাত্রা সংঘ (কেন্দ্রীয় যুব সংগঠন), দড়িপাড়া ধর্মপল্লী, গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ), চড়াখোলা খ্রিস্টান অগ্রযাত্রা সংঘ (কেন্দ্রীয় যুব সংগঠন) এইচপি এবং নাগরী ধর্মপল্লী।

দিনব্যাপী আয়োজনে ছিল খেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও। ফাইনাল ম্যাচের আগে সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠে দর্শক ও খেলোয়াড়রা। এরপর গেস্ট অব অনার বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন (বিসিএ)-এর সভাপতি নির্মল রোজারিও মাঠে ফুটবলে কিক করে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন।

টুর্নামেন্টের ফাইনালে গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) ১-০ গোলে হারায় গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু)-কে। এ জয়ে জিএসএফ চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তোলে, রানার্সআপ হয় গাসু। ফাইনাল শেষে অতিথিরা পুরস্কার বিতরণ করেন এবং বিজয়ী দলকে অভিনন্দন জানান।

এ সময় নির্মল রোজারিও বলেন, খেলাধুলা যুব সমাজকে একত্রিত করে, মাদক থেকে দূরে রাখে। আজকের (শুক্রবার) টুর্নামেন্ট তারই প্রমাণ।

দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান প্রতাপ আগস্টিন গমেজ বলেন, যুবদের এ উচ্ছ্বাস সমাজে ইতিবাচক শক্তি সঞ্চার করবে।

একই সংগঠনের সেক্রেটারি পেপিলন হেনরী পিউরিফিকেশন বলেন, খেলা শুধু বিনোদন নয়, এটা সামাজিক আন্দোলনের হাতিয়ারও হতে পারে।

বাংলাদেশ খ্রিস্টান যুব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক লিংকার্স বি. রোজারিও বলেন, এই টুর্নামেন্ট এবং জিএসএফের জয় প্রমাণ করেছে যে- যুব সমাজ মাদক নয়, খেলাধুলাকেই বেছে নিতে চায়।

দিনব্যাপী এই আয়োজন ঘিরে মাঠে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়, দর্শক আর অতিথিদের উপস্থিতিতে ফুটবল ফেস্ট-২০২৫ এক অনন্য মিলনমেলায় পরিণত হয়, যেখানে খেলাধুলার উচ্ছ্বাসের সঙ্গে মাদকবিরোধী বার্তাও সমানভাবে ছড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

১০

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

১১

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

১২

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

১৩

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১৪

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১৫

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১৬

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৭

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৮

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৯

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

২০
X