ফ্রান্সে দীর্ঘদিন ধরেই হিজাব নিয়ে বিতর্ক চলছে। আর গ্রীষ্মকালীন অলিম্পিকের পরবর্তী আসর হবে সেই ফ্রান্সের প্যারিসে। এমন পরিস্থিতিতে ফ্রান্স সরকার জানিয়েছে, তাদের দেশের খেলোয়াড়রা হিজাব পরে খেলায় অংশ নিতে পারবে না। যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, ফরাসি সরকার হিজাব নিষিদ্ধ করলেও অন্য দেশের নারী ক্রীড়াবিদরা চাইলে হিজাব পরেই খেলায় অংশ নিতে পারবেন।
ফরাসি ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া-কাস্তেরা বলেছেন, ফ্রান্স ধর্মনিরপেক্ষতার নীতিকে সম্মান জানায়। এ জন্য তাদের দেশের খেলোয়াড়রা হিজাব পরে খেলায় অংশ নিতে পারবে না। তবে তাদের এই নিয়মের সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।
ফ্রান্স সরকারের এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে আইওসি জানিয়েছে, ফরাসি সরকারের এই নিয়ম ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া অন্য দেশের খেলোয়াড়দের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তারা চাইলে অলিম্পিক ভিলেজের ভেতরে হিজাব পরতে পারবেন।
আইওসির এক মুখপাত্র বলেন, অলিম্পিক ভিলেজে আইওসির নিয়ম বহাল থাকবে। হিজাব বা অন্য যে কোনো ধর্ম ও সংস্কৃতির পোশাক পরার ওপর কোনো বিধিনিষেধ নেই।
তিনি বলেন, প্রতিযোগিতায় সংশ্লিষ্ট ইন্টারন্যাশনাল ফেডারেশনের নির্ধারিত নিয়মকানুন প্রযোজ্য হয়। ফ্রান্সের নিয়ম শুধু তাদের খেলোয়াড়দের জন্য। আমরা এ বিষয়ে আরও পরিষ্কার ধারণা পেতে ফরাসি অলিম্পিক কমিটির সঙ্গে যোগাযোগ করছি।
মন্তব্য করুন