সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ রেলিক সিটির চেয়ারম্যানসহ ৩২ জনের বিরুদ্ধে রাজউকের মামলা

সাভারের বিরুলিয়ায় অবস্থিত অবৈধ রেলিক সিটির চেয়ারম্যানসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করেছে রাজউক। ছবি : কালবেলা
সাভারের বিরুলিয়ায় অবস্থিত অবৈধ রেলিক সিটির চেয়ারম্যানসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করেছে রাজউক। ছবি : কালবেলা

কৃষি জমি ভরাট, অবৈধ দখল, জলাশয় ও সরকারি খাল ভরাট, অবৈধ লে-আউট প্রণয়ন, অনুমোদন ছাড়া কার্যক্রম চালিয়ে যাওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ সাভারের বিরুলিয়ায় অবস্থিত অবৈধ রেলিক সিটির চেয়ারম্যান শাহনেওয়াজ ও চিহ্নিত ভূমিদস্যু নূরুজ্জামানসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে। সি আর মামলা নাম্বার- ৯৩৪/২৫।

রাজউকের চেয়ারম্যানের পক্ষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি রুজু করেন কানুননগো মো. সালাউদ্দিন। মামলার অন্য আসামিরা হলেন, অবৈধ রেলিক সিটির পরিচালক মোহাম্মদ শাব্বির হোসাইন, মোহাম্মদ শরীফ, ভবানীপুরের আবু হানিফের ছেলে রুহুল আমিন, আনাছের ছেলে নাজমুল ও আয়নালের ছেলে মাসুমসহ অজ্ঞাত ২৫ জন।

মামলায় বলা হয়, আসামিরা সন্ত্রাসী, ভূমি দস্যু, পরিবেশ বিনষ্টকারী, জলাধার ধ্বংসকারী ও ভূমি দখলকারী। গ্রামবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে রাজউক সরেজমিন পরিদর্শন করে দেখে যে, এই আবাসন কোম্পানির কোনো বৈধতা নেই। রাজউকের কোনো অনুমোদন কিংবা কোনো ধরনের ছাড়পত্র কিছু-ই নেই। অথচ, কৃষি জমিতে তারা অনেক সাইনবোর্ড দিয়ে রেখেছে। কিছু জমিতে সীমানা প্রাচীর রয়েছে। উক্ত এলাকায় রেলিক সিটির সাইট অফিস পাওয়া গেছে।

রেলিক সিটির লে-আউটে দেখা যায়, কুমারন, রাজারবাগ, সাধাপুর, চাকুলিয়া, চান্দপাড়া, রাজাসন, নিকরাইল, গান্ধারিয়া ও বিলবাগিল ১০টি মৌজার ৮ হাজার ২৫১ বিঘা জমি তাদের সম্পত্তি হিসাবে দেখিয়ে প্রবাসীদের কাছে প্লট বিক্রি শুরু করে দেয়। অথচ, এই এলাকা রাজউক এর ডিটেইল এরিয়া প্ল্যান (২০২২-২০৩৫) মোতাবেক বিশদ কৃষি, জলস্রোত এলাকা ও বন্যাপ্রবাহ এলাকা। এই এলাকায় আসামিরা অনুমোদনবিহীন হাউজিং ব্যবসা পরিচালনার উদ্দেশে সংরক্ষিত জলাধার বালু দিয়ে ভরাট করে, ভূমির শ্রেণি পরিবর্তন করে এবং লে-আউট প্ল্যান তৈরি করে বিক্রয়ের চটকদার বিজ্ঞাপন প্রচার করে। পরবর্তীতে রাজউক জানতে পেরে, তাদের বিভিন্ন সময় নোটিশ ইস্যু করে এবং মৌখিকভাবে মাইকিং করে নিষেধ করা হলেও তারা শোনেনি। বরং উল্টো গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে তাদের জখম করে এবং তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যেতে থাকে।

গত ২২ মে সকাল ১০টার দিকে রাজউক অভিযান পরিচালনা করতে গেলে আসামিরা ২৫ জন অজ্ঞাত সন্ত্রাসী প্রকৃতির ভূমি দস্যু বাদিসহ সাক্ষীগণকে সরকারি কাজে বাধা প্রদান করে এবং এবং জীবননাশের হুমকি দেয়।

উপ-নগর পরিকল্পনাবিদ নবায়ন খিসা বলেন, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজউকের মোবাইল কোর্ট পরিচালনার পর রেলিক সিটি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইতোমধ্যে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও যেসব ব্যত্যয় রয়েছে, তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। শুধু এই ঘটনা নয়, এমন যে কোনো ঘটনার বিরুদ্ধেই আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। অব্যাহত তদন্তের পর আরও যাদের নাম পাওয়া যাবে মামলায় তাদের নাম যুক্ত করা হবে। অপরাধী যেই হোক না কেনো, কোনো ছাড় নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেবিন ক্রুদের আসল কাজ কী

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বিদেশগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিল সরকার

জাতীয় দলের কোচিং স্টাফে এবার আইপিএলে কাজ করা অ্যানালিস্ট

আমরা লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে : নেতানিয়াহু

৩ প্যাকেট কাঁচা নুডলস খেয়ে ১৩ বছরের কিশোরের করুণ পরিণতি

তিস্তার বন্যায় কৃষকের স্বপ্ন ভাসছে অনিশ্চয়তার অথৈ জলে

ব্যাংকিং টিপস / ব্যাংকের সুদের হার ও চার্জ সম্পর্কে সচেতন থাকুন

শতভাগ লুটপাটমুক্ত দল জামায়াতে ইসলামী : ড. মোবারক

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

১০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

সিঙ্গারে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১২

মেসিহীন মায়ামিকে বাঁচাল রদ্রিগেজের দুর্দান্ত গোল

১৩

গাজায় যেভাবে দুর্ভিক্ষ নেমে এলো

১৪

লেভান্তের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়

১৫

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১৬

আকিজ গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকবে নানা সুবিধা 

১৭

বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

১৮

যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত

১৯

২৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X