নারী হ্যান্ডবল লিগে টানা তৃতীয় শিরোপা জিতেছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। সুপার ফোরের শেষ ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ৫৬-৩১ পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা।
চার বছর পর মাঠে গড়িয়েছে মেয়েদের হ্যান্ডবল লিগ। শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী স্টেডিয়ামে আধিপত্য ধরে রেখে হ্যাটট্রিক শিরোপা তুলে নেয় তারা। গত রোববার দলের শক্তি বাড়াতে ভারতীয় তিন খেলোয়াড়কে দলে ভিড়িয়ে ছিল তারা। পাশাপাশি কোচ হিসেবে নিয়োগ দেয় ভারতীয় জাতীয় দলের কোচ শচীন চৌধুরীকে।
শিরোপা জয়ের পর মেরিনার্স ইয়াংসের কোচ শচীন চৌধুরী বলেন, ‘বাংলাদেশে অনেক ভালো মানের খেলোয়াড় আছে। তবে নিয়মিত লিগ আয়োজন করতে পারলে নারী হ্যান্ডবলেরও অগ্রগতি হবে।’
এ বছর ‘কিউট’ নারী হ্যান্ডবল লিগের রানার্সআপ হয়েছে আরএন স্পোর্টস নারী হ্যান্ডবল দল।
মন্তব্য করুন