বাংলাদেশ খো খো ফেডারেশন আয়োজিত বিজয় দিবস খো খো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। পল্টন ময়দানে আয়োজিত আসরে রানার্সআপ হয়েছে ঢাকা জেলা। আসরের তৃতীয় স্থান পেয়েছে গাজীপুর জেলা।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি মো. শাহ কামাল।
অনুষ্ঠানে বক্তব্য দেন খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান বাবুল, সহসভাপতি প্রকৌশলী আব্দুল মোক্তাদির, সাবেক জাতীয় ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক পারভীন লায়লা। এ সময় ফেডারেশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন