

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ও শৃঙ্খলাবদ্ধ বিজয় র্যালি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতিধন্য জাতীয় স্মৃতিসৌধে এসে শেষ হয়।
র্যালিতে ঢাকা জেলা যুবদলসহ আশুলিয়া ও আশপাশের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে র্যালিতে অংশ নেন। র্যালি চলাকালে ‘স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’, ‘বিজয়ের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালি শেষে মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, ‘মহান বিজয় দিবস আমাদের গৌরব, আমাদের অহংকার। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ মুক্তিযোদ্ধাদের আদর্শকে ধারণ করে তারুণ্যের শক্তিকে সংগঠিত করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।’
তিনি আরও বলেন, ‘বিজয়ের চেতনাকে ধারণ করে দেশনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবসমাজ দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে।’
র্যালি ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে ঢাকা জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আশুলিয়া থানা যুবদলের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে দিনব্যাপী এই কর্মসূচি সম্পন্ন হয়।
মন্তব্য করুন