বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান পাপন। গত বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিসিবি সভাপতি। এমনকি মন্ত্রিসভার প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। তবে শুক্র-শনিবার সরকারি ছুটি থাকায় আগামীকাল যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবস পালন করবেন পাপন।
রোববার (১৪ জানুয়ারি) মন্ত্রী হিসেবে প্রথম দিনে ফেডারেশনগুলোর সঙ্গে বসবেন পাপন। সকাল ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আসবেন বিসিবি সভাপতি। ক্রীড়া মন্ত্রণালয় থেকে দুপুর ২টায় জাতীয় ক্রীড়া পরিষদে যাবেন যুব ও ক্রীড়ামন্ত্রী।
জাতীয় ক্রীড়া পরিষদে পৌঁছালে পাপনকে ফুল দিয়ে বরণ করে নিবেন বিভিন্ন ফেডারেশনের সভাপতি-সাধারণ সম্পাদক। ফেডারেশনগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিবেন নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী। এরপরই সংবাদমাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজের প্রথম দিন নিয়ে কথা বলবেন পাপন।
জাতীয় ক্রীড়া পরিষদ হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি অঙ্গপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের সকল ফেডারেশন ও জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার তদারকি হয়। ক্রীড়া মন্ত্রণালয়ের অন্য তিনটি অঙ্গপ্রতিষ্ঠান হচ্ছে- বিকেএসপি, ক্রীড়া পরিদপ্তর এবং যুব উন্নয়ন অধিদপ্তর।
মন্তব্য করুন