বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে দেখতে তার বাসায় গিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। বেলা ১২টার দিকে বাফুফে সভাপতির বাসায় পৌঁছান বিসিবি সভাপতি।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সৌজন্য সাক্ষাৎ করতে কাজী সালাউদ্দিনের বাসায় যান নাজমুল হাসান পাপন। একাই সালাউদ্দিনের বাসায় প্রবেশ করেন যুব ও ক্রীড়ামন্ত্রী। তাদের দুজনের সাক্ষাতের বিষয়টি সমন্বয় করার জন্য আগে থেকেই বাসায় উপস্থিত রয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক।
২০০৮ সালে বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সালাউদ্দিন। অন্যদিকে ২০১২ সাল থেকে বিসিবির সভাপতির পদে আছেন নাজমুল হাসান পাপন। দীর্ঘ এক যুগে ক্রীড়াঙ্গনের দুই প্রধানকে এক সঙ্গে দেখা গেছে হাতে গোনা কয়েকবার। এমনকি নারী ফুটবলারদের জন্য অর্থ সংকট ইস্যুতে গত বছরে কর্তা কথার লড়াইয়ে জড়িয়ে ছিলেন সালাউদ্দিন-পাপন। তবে আজকের সাক্ষাৎটি একদমই সৌজন্যমূলক৷
সম্প্রতি বাইপাস সার্জারি করিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। অস্ত্রোপচারের পর থেকেই অনেকটা নিভৃতে রয়েছেন দেশের এই ফুটবল কিংবদন্তি। এরই মধ্যে দেশের যুব ও ক্রীড়ামন্ত্রী হয়েছেন বিসিবির সভাপতি পাপন। দায়িত্ব গ্রহণের পরই সালাউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নেন নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী।
মন্তব্য করুন