ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু: সভাপতি অনুপম, সম্পাদক সামসুল

ডা. অনুপম হোসেন (বাঁয়ে) ও মো. সামসুল ইসলাম। ছবি: সংগৃহীত
ডা. অনুপম হোসেন (বাঁয়ে) ও মো. সামসুল ইসলাম। ছবি: সংগৃহীত

ডা. অনুপম হোসেনকে সভাপতি এবং মো. সামসুল ইসলামকে সম্পাদক করে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (৯ জুন) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অনুপম হোসেনের সভাপতিত্বে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের লিডিং স্পোর্টস কমেন্টেটররা মিলিত হয়ে দেশের ক্রীড়াঙ্গনকে আরও একধাপ এগিয়ে নিতে একটি সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোর মাধ্যমে সংগঠনের যাত্রা শুরু করে।

সভার শুরুতে দেশের প্রয়াত প্রথিতযশা ক্রীড়া ভাষ্যকার আবদুল হামিদ, মোহাম্মদ শাহজাহান, তৌফিক আজিজ খাঁন, বদরুল হুদা চৌধুরী, মঞ্জুর হাসান মিন্টু, নুর আহমেদ, খোদা বকশ মৃধা, মোহাম্মদ মুসা, আতাউল হক মল্লিক প্রমুখদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা বেতার, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত ক্রীড়া ধারা বর্ণনার মান নিয়ে বিশেষভাবে আলোচনা করেন এবং এসব গণমাধ্যমে মানসম্মত ক্রীড়া ধারা বর্ণনা সম্প্রচারের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বেতার ও টেলিভিশনে ক্রীড়া ভাষ্যকারদের সম্মানী সম্মানজনকভাবে বৃদ্ধি করার লক্ষ্যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় দেশের ক্রীড়া উন্নয়নে ক্রীড়া ভাষ্যকারদের সামগ্রিক ভূমিকা বিস্তারিত আলোচনা করা হয় এবং আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করা হয়।

সাধারণ সভা শেষে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভায় উপস্থিত সবার পূর্ণ সমর্থনে অনুপম হোসেনকে সভাপতি এবং মো. সামসুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী দুবছরের জন্য ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

অ্যাসোসিয়েশনের অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা হলেন—সহসভাপতি মো. পলাশ খান ও এস এম আব্দুস শাকুর। যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন মোল্ল্যা, সাংগঠনিক সম্পাদক মো. জামিলুর রহমান, অর্থ সম্পাদক তামান্না সিদ্দিকি। নির্বাহী সদস্যরা হলেন—কাজল সরকার, মোহাম্মদ কামরুজ্জামান, শাওন আহসানুর রহমান, ডা. আনোয়ারুল আলম, জান্নাতুল ফেরদৌস, সুরঞ্জন মণ্ডল, মো. আমানুল্লাহ সরকার এবং মো. রবিউল ইসলাম।

এ ছাড়া দেশবরেণ্য ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা এবং শামিম আশরাফ চৌধুরী এবং নিখিল রঞ্জন দাশকে উপদেষ্টা নির্বাচিত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির তারুণ্যের সমাবেশ নিয়ে ৯৫.৬৬ ভাগ ইতিবাচক মন্তব্য 

মায়ামির সঙ্গেই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন মেসি!

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু 

শৈশবের ক্লাবকে বিদায় করে ক্ষমা চাইলেন চেলসি স্ট্রাইকার

কেন্দ্রীয় নয়, নিজ নিজ শিক্ষা বোর্ডে প্রকাশ হবে এসএসসির ফল

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা বোর্ড, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়

চীন সফরে যাচ্ছে জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

উদ্বোধনের আগেই ভেসে গেল নবনির্মিত সড়ক

মধ্যপ্রাচ্যে আরও ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে অস্ত্রের মজুত

ব্যবসায়ীকে হত্যায় জড়িত ৭ ভাই-ভাতিজা গ্রেপ্তার

১০

সিরিজ হারের পরও আশাবাদী মিরাজ

১১

১৫ কিমি দূরে ভেসে উঠল আসিফের মরদেহ

১২

আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ

১৩

এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব 

১৪

ইইউর অভিযানে চীনের বিরুদ্ধে জার্মানির ভয়ংকর অভিযোগ

১৫

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম

১৬

অডিও যাচাই করল বিবিসি / আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন হাসিনা

১৭

ঠান্ডা পানি কি শরীরের জন্য ক্ষতিকর? কী বলছেন চিকিৎসকরা

১৮

ফেনীতে ভয়াবহ বন্যা পরিস্থিতি

১৯

বিবিসির অনুসন্ধানে উঠে এলো যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের চিত্র

২০
X