ঢাকা ইমপিরিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত সোমবার প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা ইমপিরিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. সাজাহান মিয়া।
পুরস্কার-বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ মো. ওয়ালীউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আরিফ আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন মৃধাসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা ওড়ানো, জাতীয় সংগীত, কলেজ সংগীত, রোভার স্কাউটদের কুচকাওয়াজ এবং মনোমুগ্ধকর ডিসপ্লের মাধ্যমে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। ৩৫ ইভেন্টে তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল যেমন `খুশি তেমন সাজো’। প্রতিযোগিতার শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়া নারী ও পুরুষ বিভাগে একজন করে সেরা ক্রীড়াবিদের স্বীকৃতি পেয়েছেন।
মন্তব্য করুন