স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইমরানুরের হাতে উঠল বিএসপিএর বর্ষসেরার পুরস্কার

বিএসপিএর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার হাতে বিজয়ীরা। ছবি : সংগৃহীত
বিএসপিএর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার হাতে বিজয়ীরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশে কর্মরত ক্রীড়া লেখক ও ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে পুরোনো সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠন ১৯৬৪ সাল থেকেই দেশের সেরা ক্রীড়াবিদদের সম্মানিত করে আসছে সংগঠনটি।

সেই ধারাবাহিকতায় রোববার (২১ এপ্রিল) জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩ সালের সেরাদের হাতে পুরস্কার তুলে দেয় বিএসপিএ। জমকালো অনুষ্ঠানে নাজমুল হোসেন শান্ত ও রাকিব হোসেনকে হারিয়ে দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান পেয়েছেন স্পোর্টস পারসন অব দ্য ইয়ারের পুরস্কার। জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন দর্শকের ভোটে পেয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড।

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে জমকালো অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

সেরা ক্রীড়াবিদ হয়ে ইমরানুর বলেন, ‘সবাইকে ধন্যবাদ। সামনে প্যারিস অলিম্পিকস ও দক্ষিণ এশিয়ান গেমস আছে, সেখানে ভালো কিছু করতে চাই।’

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জয়ী শেখ মোরসালিন বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য, আপাতত বসুন্ধরা কিংসকে সামনের দিকে এগিয়ে নেওয়ার। জাতীয় দলেও খেলছি। জাতীয় দলকে এগিয়ে নিতে চাই। শান্ত-পিংকি-ইমরানুর- এদের পেছনে ফেলে এটা জেতায় একটু অবাকই হয়েছি। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘দীর্ঘ ৬০ বছর ধরে বিএসপিএ এই আয়োজন করে যাচ্ছে। এজন্য আমার পক্ষ থেকে বিএসপিএকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বিশ্বাস করি, আমাদের খেলোয়াড়, সংগঠকরা তাদের পরিশ্রম দিয়ে আজকে যে পর্যায়ে এসেছি, তারা ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যাবেন।’

পুরস্কার পেলেন যারা:

স্পোর্টস পারসন অব দ্য ইয়ার: চ্যাম্পিয়ন- ইমরানুর রহমান (অ্যাথলেটিক্স), রানার্সআপ- নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট) ও রাকিব হোসেন (ফুটবল)।

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড- শেখ মোরসালিন (ফুটবল)

বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ)- নাজমুল হোসেন শান্ত

বর্ষসেরা ক্রিকেটার (নারী)- ফারজানা হক পিংকি

বর্ষসেরা ফুটবলার- রাকিব হোসেন

বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)- ইমরানুর রহমান

বর্ষসেরা বক্সার- সেলিম হোসেন

বর্ষসেরা শুটার- কামরুন নাহার কলি

বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়- রামহিম লিয়ন বম

উদীয়মান ক্রীড়াবিদ- শেখ মোরসালিন (ফুটবল)

বর্ষসেরা দলগত সাফল্য- অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

সক্রিয় সংস্থা- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বর্ষসেরা কোচ- আলফাজ আহমেদ

তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব- মোয়াজ্জেম হোসেন (ভারোত্তলন)

বর্ষসেরা সংগঠক- হাবিবুর রহমান (কাবাডি) ও বিশেষ সম্মাননা- মনজুর হোসেন মালু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকের পা ধরে মাফ চাইলেন সেই আ.লীগ নেতা

লক্ষ্মীপুরে কারাগারে ২১ জেলে

ম্যানচেস্টার ইউনাইটেডের বাছাইয়ে সিরাজগঞ্জের অয়ন

যান চলাচলের অপেক্ষায় চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে

পুলিশ বক্সের সামনেই অটোরিকশা স্ট্যান্ড, টাকা দিলেই মেলে চালানোর অনুমতি

রাজধানীতে ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড

পদ্মায় চলছে রেণু পোনা নিধনের মহোৎসব

মারা গেলেন ‘লর্ড অব দ্য রিংস’ খ্যাত অভিনেতা বার্নাড হিল

মুন্সীগঞ্জে ওসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলা

ছেলের বিরুদ্ধে ভোট করায় ডিও লেটার না দেওয়ার হুমকি এমপির স্ত্রীর

১০

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কনফারেন্সে নদভী

১১

‘এখনো জানা যায়নি সুন্দরবনে আগুনের কারণ’

১২

সেতুতে বিশাল গর্ত, আতঙ্কে এলাকাবাসী

১৩

নদী শাসনে নিম্নমানের জিও ব্যাগ ব্যবহারের অভিযোগ

১৪

চশমা ছাড়াই কোরআন পড়েন ১৩৫ বছর বয়সী তাম্বিয়াতুন নেছা

১৫

রাজধানীতে শিলাবৃষ্টি

১৬

বাটারবন খেয়ে অসুস্থ হচ্ছে শিশু

১৭

সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার নিন্দা

১৮

নিষিদ্ধ ঘোষিত জাল ব্যবহার বন্ধ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

১৯

পাইকারি বাজারে কাঁচামরিচের কেজি ৮০ টাকা

২০
*/ ?>
X