কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সৌন্দর্যের শহর প্যারিসের নিচে লুকিয়ে আছে যে ভয়ংকর রহস্য

ফ্রান্সের রাজধানী প্যারিস পৃথিবীর পর্যটনকেন্দ্রিক শহরগুলোর মধ্যে অন্যতম। ছবি : সংগৃহীত
ফ্রান্সের রাজধানী প্যারিস পৃথিবীর পর্যটনকেন্দ্রিক শহরগুলোর মধ্যে অন্যতম। ছবি : সংগৃহীত

প্যারিস এক অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত সারা বিশ্বে। রোমান্সের শহর এবং বিখ্যাত লুভর মিউজিয়ামের জন্য ভ্রমণপ্রিয় মানুষদের কাছে এটি বেশ পছন্দের একটি শহর। তবে এত সুন্দর, এত চমৎকার গোছানো শহরের ভেতরটা জড়িয়ে আছে এক ভয়ংকর ইতিহাসে।

ইতিহাসে বলা হয়ে থাকে, এই শহরের নিচে লুকিয়ে আছে লাখ লাখ মানুষের কঙ্কাল। এমনই ভয়ংকর রহস্যের শহর, অথচ এ নিয়ে জানেই বা কয়জন!

অন্ধকার এক ভয়ংকর ট্যানেল। যেখানে হাঁটারও সাহস করতে পারেনা কেউ। এমনই ট্যানেল অবস্থিত প্যারিসের মতো অতি সুন্দর শহরে। বলা হয়ে থাকে এই ট্যানেলটিতে সারি সারি করে সাজানো রয়েছে লাখো মানুষের কঙ্কাল এবং মানুষের মাথার খুলি! অবাক করার মত হলেও এমনই ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্যারিস শহর।

ত্রয়োদশ শতাব্দীতে তৈরি হচ্ছিল নতুন এক শিল্প সভ্যতা। তখন এই শহরটি মূলত পরিপূর্ণ ছিল খনিজসম্পদে। এক নদী থেকে পাথর আনা হতো এই শহরের বড় বড় ইমারত তৈরির জন্য। এই পাথর আনার কাজে খনন করা হয় প্রায় ৩০০ কিলোমিটার সুড়ঙ্গ। এই খনিজ ভান্ডার শেষ হয়ে যায় ৩০০ বছর পর। এই ঘটনার পর পরিত্যক্ত হয়ে পড়ে প্রায় সব সুড়ঙ্গ।

পরিত্যক্ত এই সুড়ঙ্গ এক সময় এই শহরের মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়াতে থাকে। একটা সময় ধসে পড়তে শুরু করে বেশ কিছু সুড়ঙ্গ। এই ঘটনার পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে প্যারিস নামক এই শহরে।

শিল্প বিপ্লবের কারণে অনেক বিখ্যাত ছিল এই শহর। এখানে তাই অনেক লোকেরই বাস গড়ে উঠতে দেখা যায়। কিন্তু অধিক জনসংখ্যার কারণে এক সময় দেখা দেয় এক চাঞ্চল্যকর ব্যাপার। মহামারি ও যুদ্ধের কারণে মৃতের সংখ্যা বাড়তে থাকে। এতে বেশ জটিল হয়ে পড়ে এদের সমাধি দেয়ার জন্য পর্যাপ্ত স্থান খুঁজে পেতে।

এমন পরিস্থিতিতে ফরাসি সরকার সিদ্ধান্ত নেয়, এদের গণকবর দেওয়া হবে। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে এখানে কবর দিতে তাদের গুনতে হতো মোটা অঙ্কের টাকা। অনেক নিম্ন শ্রেণির লোকের বাস থাকায় এদের সামর্থ্য হতো না তাদের কবর দেওয়ার। ফলে স্তূপ করেই ফেলে রাখতে হতো তাদের।

এমন ভয়ংকর পরিস্থিতিতে ফরাশি রাজা হুকুম দিলেন লাশগুলো সেই পরিত্যক্ত সুড়ঙ্গে রেখে আসার জন্য। রাজার আদেশ পেয়েই শুরু হয় সেই খননের কাজ। একসময় খুঁড়ে ফেলা হয় আগে দেওয়া সব কবর। এবং এই হাড়, মাথার খুলি, অসংখ্য মানুষের কঙ্কালের জায়গা হয় সেই পরিত্যক্ত সুড়ঙ্গে।

এমনই ইতিহাসে জড়িয়ে থাকার পরও প্যারিস শহর নিজের সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকবে পৃথিবীর বুকে। তবে এমন ঘৃণিত ইতিহাস সবার মনেই এক বিষাদের গল্প হয়েই বেঁচে থাকবে আজন্ম কাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১০

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১১

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১২

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১৩

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৪

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৫

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১৬

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১৭

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

১৯

ফের মা হচ্ছেন বুবলী? গুঞ্জনের জবাবে নায়িকার ‘রহস্য’

২০
X