বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বছরজুড়ে গুগলে কী খুঁজল ভারতীয়রা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত একটি প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহারকারীর দেশ। দেশের জনসংখ্যা প্রায় দেড়শ কোটি, আর তার অনেকেই দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহার করেন। বড় শহর থেকে ছোট গ্রাম— প্রায় প্রতিটি প্রান্তিক অঞ্চলে মানুষ এখন অনলাইনে সংযুক্ত। ফলে, ভারতের সাধারণ মানুষ কিসের দিকে আগ্রহী, কোন তথ্য তারা খুঁজছে, তা বোঝার জন্য গুগল সার্চের ডেটা বড় সহায়ক।

২০২৫ সালে ভারতীয়দের সার্চের ধারা কেমন ছিল, তা জানতে গুগল প্রকাশ করেছে ‘ইন্ডিয়াস ইয়ার ইন সার্চ ২০২৫: দ্য এ টু জেড অব ট্রেন্ডিং সার্চেস’। প্রতিবেদনে দেখা গেছে, এই বছরে মানুষ কেবল বিনোদন বা খেলার খবরের প্রতি আগ্রহী ছিলেন না, তারা প্রযুক্তি, নতুন উদ্ভাবন, জাতীয় ঘটনা, সামাজিক ও রাজনৈতিক বিষয় এবং দৈনন্দিন দরকারি তথ্য খুঁজেছেন।

দেশজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি মানুষ নানা কারণে গুগলে সার্চ করেছেন। কেউ হয়তো নতুন সিনেমা, জনপ্রিয় ক্রীড়া ম্যাচ বা জনপ্রিয় সিরিজ সম্পর্কে জানার জন্য, কেউ হয়তো এআই টুল, প্রযুক্তি বা সামাজিক পরিবর্তন নিয়ে জানতে চেয়েছেন। আবার অনেকে দৈনন্দিন জীবনের প্রয়োজন যেমন নিকটবর্তী হাসপাতাল, ওষুধের দোকান বা রেস্তোরাঁ খুঁজেছেন। এই সার্চের ধরন থেকে বোঝা যায়, ভারতীয়দের আগ্রহ কত বহুমাত্রিক—এটি শুধু বিনোদন বা তথ্য নয়, বরং মানুষের আগ্রহ, চিন্তা এবং মানসিকতারও প্রতিফলন।

গুগলের প্রতিবেদনের মূল বিষয়

গুগল ‘ইন্ডিয়াস ইয়ার ইন সার্চ ২০২৫’ প্রতিবেদনে দেখিয়েছে যে, ভারতীয়দের আগ্রহের কেন্দ্র ছিল: বিনোদন, ক্রীড়া, প্রযুক্তি, জাতীয় ঘটনা এবং দৈনন্দিন জরুরি তথ্য।

বিনোদন : বিনোদনের দিক থেকে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে ‘সাইয়ারা’ সিনেমা এবং এর অভিনেতা অনীত পাড্ডা ও আহান পান্ডে। শুধু হিন্দি সিনেমা নয়, দক্ষিণ ভারতের ছবিও ট্রেন্ডিং তালিকায় এসেছে, যেমন: ‘কানতারা: এ লিজেন্ড চ্যাপ্টার ১’, ‘কুলি’, ‘মার্কো’।

প্রযুক্তি ও এআই : প্রযুক্তি খাতেও ভারতীয়দের আগ্রহ চোখে পড়েছে। গুগলের এআই প্ল্যাটফর্ম জেমিনি সার্চ তালিকার দ্বিতীয় স্থানে। এ ছাড়াও ডিপসিক, পারপ্লেক্সিটি, চ্যাটজিপিটি, গুগল এআই স্টুডিও এবং ফ্লো-এর খোঁজখবরও হয়েছে।

ক্রীড়া : ক্রিকেট এখনো সবচেয়ে জনপ্রিয়। ২০২৫ সালের আইপিএল সবচেয়ে বেশি সার্চ হয়েছে। নারী ক্রিকেটের প্রতি আগ্রহও দেখা গেছে। বিশ্বকাপ জয়ের পরে জেমিমা রডরিগেজ নারী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি খোঁজখবর পেয়েছেন।

জাতীয় ঘটনা : বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুর পর তার সম্পর্কে তথ্যের সার্চ বেড়েছে। এছাড়াও মহা কুম্ভ মেলা সম্পর্কেও মানুষ বড় সংখ্যায় অনুসন্ধান করেছেন।

‘নিয়ার মি’ সার্চ : অনেক মানুষ স্থানীয় তথ্য খুঁজতে ‘নিয়ার মি’ ব্যবহার করেন। সিনেমা হল, হাসপাতাল, ওষুধের দোকান ইত্যাদি খোঁজা হয়। ২০২৫ সালে সবচেয়ে বেশি খুঁজেছেন ‘আর্থকোয়েক নিয়ার মি’। বাতাসের মান সম্পর্কেও ব্যাপক অনুসন্ধান হয়েছে।

অন্যান্য ট্রেন্ড : লাবুবু খেলনা এবং ‘#৬৭ মিম’ সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে। রান্নার রেসিপি খোঁজার ক্ষেত্রেও আগ্রহ দেখা গেছে, যেমন ঠেকুয়া, উকড়িচে মোদক এবং বিদেশি খাবার যেমন ইয়র্কশায়ার পুডিং।

সামাজিক ও রাজনৈতিক আগ্রহ : গুগল সার্চে মানুষ কেবল বিনোদন বা প্রযুক্তিই নয়, সমাজ ও রাজনীতিতেও আগ্রহ দেখিয়েছেন। উদাহরণস্বরূপ, ‘সিজফায়ার’ এবং ওয়াকফ সম্পর্কিত খোঁজখবর মানুষের মধ্যে সচেতনতা ও সামাজিক ন্যায়ের ইঙ্গিত দেয়।

এআই-এর ব্যবহার ও প্রভাব : এআই ব্যবহারের সুবিধা ও সীমাবদ্ধতা নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মুনমুন ভট্টাচার্য বলছেন, মানুষ এখন অনেক লেখা এআই-এর ওপর নির্ভর করে তৈরি করছে, যা সবসময় সঠিক নয়। এআই জটিল সমস্যার সমাধান করতে মানুষের বিকল্প হতে পারবে না।

সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত মনে করেন, ভবিষ্যতে এআই ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে চাকরিতে প্রভাব পড়বে এবং সাইবার নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সূত্র : ডয়েচে ভেলে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১০

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১১

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১২

কে এই তামিম রহমান?

১৩

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৪

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৫

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৬

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৭

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১৮

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

১৯

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

২০
X