কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সিআইআই প্রতিষ্ঠান নিয়ে জেননেক্সটের সেমিনার 

বিসিসিএল এবং ডিএসএ’র যৌথ উদ্যোগে সেমিনার আয়োজন করল জেননেক্সট টেকনোলজিস লিমিটেড। ছবি : কালবেলা
বিসিসিএল এবং ডিএসএ’র যৌথ উদ্যোগে সেমিনার আয়োজন করল জেননেক্সট টেকনোলজিস লিমিটেড। ছবি : কালবেলা

ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার (সিআইআই) বা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো প্রতিষ্ঠানগুলো নিয়ে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিসিসিএল) এবং ডিজিটাল নিরাপত্তা এজেন্সির (ডিএসএ) যৌথ উদ্যোগে সেমিনার আয়োজন করলো জেননেক্সট টেকনোলজিস লিমিটেড। ‘স্মার্ট বাংলাদেশে সাইবার নিরাপত্তা : ডাটা সুরক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই)-এর ভূমিকা’ শীর্ষক এই সেমিনারে সিআইআই তালিকাভুক্ত ৩৪টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ‘মেঘনা ক্লাউড’-এর কারিগরি বৈশিষ্ট্য এবং সেবাসমূহ প্রচার-প্রসারের লক্ষ্যে সেমিনারটি আয়োজিত হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে ব্র্যাক ইন- এ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, ডিএসএ এর মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান এবং জেননেক্সটের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেননেক্সটের প্রধান পরিচালনা কর্মকর্তা সাইফ রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন বিসিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি সচিব সামসুল আরেফিন বলেন, যখন আমরা ‘পেপারলেস’ এবং ‘ক্যাসলেস’ হয়ে যাবো তখন সবকিছু ক্লাউডেই থাকবে। ভবিষ্যতে সকল উন্নয়ন পরিকল্পনা ডাটা ড্রিভেন উপায়ে নিতে হবে। এসব ডাটা যেখানেই রাখি না কেন, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই ডাটাই আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হবে। সরকারি ডাটা নিশ্চিতে মেঘনা ক্লাউড একটি ইতিবাচক সমাধান হতে পারে। মেঘনা ক্লাউডের সেবাগুলো সবার সাথে বিনিময় করার জন্যই আজকের সেমিনার।

বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমার বলেন, সিআইআইগুলোকে একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে চলতে হয়। তবে এতদিন যা করেছি তা শৈশবকালীন সময় ছিল। এখন আর শৈশব নেই। তাই আগের মতো ভুল করার আর সুযোগ নেই। ভুল শুধরে সঠিক পথে চলতে পারলে ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ অর্জিত হবে।

ডিএসএ এর মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। অন্য কেউ এসে আমাদের দরজায় নিরাপত্তা দেবে না। তেমনি একটা সমাধান হতে পারে মেঘনা ক্লাউড। এটা আমাদের দেশেরই সমাধান।

জেননেক্সটের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী বলেন, ডাটা ব্রিচ একধরনের দুর্ঘটনা। আমাদের ডাটা যেভাবে বাড়ছে তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এটা প্রতিহত করতে হলে আমাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে। পাশাপশি এটা দেশেই নির্মিত সার্ভার, দেশেই থাকবে। ফলে এখানে ডাটা হোস্ট করার মাধ্যমে দেশের টাকা দেশে থাকবে, প্রচুর বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

প্রসঙ্গত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বিসিসিএল এবং জেননেক্সটের যৌথ উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈরে ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টারে ‘মেঘনা ক্লাউড’ স্থাপন করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার আবহাওয়া নিয়ে যা জানা গেল

মেক্সিকোর প্রেসিডেন্টকে চুমু খাওয়ার চেষ্টা, অতঃপর...

অক্টোবর / রেমিট্যান্স পাঠানোতে শীর্ষে যেসব দেশের প্রবাসীরা

চাকরি বদলের আগে যে কয়েকটি বিষয় ভাবা উচিত

আজ রাজধানীর কোথায় কী

আজ রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

শব্দের চেয়ে তিনগুণ গতির ক্ষেপণাস্ত্র তৈরি করছে রাশিয়া

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ১১

এবার বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ

ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী কাজী এনায়েত উল্লাহ

১০

৩১ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১১

জিয়াউর রহমান নারীদের হাতের কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করেন : অমিত

১২

নিখোঁজের আড়াই মাস পর মাথার খুলিসহ হাড় উদ্ধার

১৩

‌‌বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে : এনামুল হক

১৪

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

১৫

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থীকে দেখতে হাসপাতালে জামায়াতের প্রার্থী

১৬

ডেমরা থানা বিএনপির কমিটি গঠন

১৭

এরশাদ উল্লাহ টার্গেটে ছিলেন না : সিএমপি কমিশনার

১৮

বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ, ভিডিওতে যা দেখা গেলো

১৯

‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’ সেই কর্মকর্তা বরখাস্ত

২০
X