কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সিআইআই প্রতিষ্ঠান নিয়ে জেননেক্সটের সেমিনার 

বিসিসিএল এবং ডিএসএ’র যৌথ উদ্যোগে সেমিনার আয়োজন করল জেননেক্সট টেকনোলজিস লিমিটেড। ছবি : কালবেলা
বিসিসিএল এবং ডিএসএ’র যৌথ উদ্যোগে সেমিনার আয়োজন করল জেননেক্সট টেকনোলজিস লিমিটেড। ছবি : কালবেলা

ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার (সিআইআই) বা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো প্রতিষ্ঠানগুলো নিয়ে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিসিসিএল) এবং ডিজিটাল নিরাপত্তা এজেন্সির (ডিএসএ) যৌথ উদ্যোগে সেমিনার আয়োজন করলো জেননেক্সট টেকনোলজিস লিমিটেড। ‘স্মার্ট বাংলাদেশে সাইবার নিরাপত্তা : ডাটা সুরক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই)-এর ভূমিকা’ শীর্ষক এই সেমিনারে সিআইআই তালিকাভুক্ত ৩৪টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ‘মেঘনা ক্লাউড’-এর কারিগরি বৈশিষ্ট্য এবং সেবাসমূহ প্রচার-প্রসারের লক্ষ্যে সেমিনারটি আয়োজিত হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে ব্র্যাক ইন- এ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, ডিএসএ এর মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান এবং জেননেক্সটের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেননেক্সটের প্রধান পরিচালনা কর্মকর্তা সাইফ রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন বিসিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি সচিব সামসুল আরেফিন বলেন, যখন আমরা ‘পেপারলেস’ এবং ‘ক্যাসলেস’ হয়ে যাবো তখন সবকিছু ক্লাউডেই থাকবে। ভবিষ্যতে সকল উন্নয়ন পরিকল্পনা ডাটা ড্রিভেন উপায়ে নিতে হবে। এসব ডাটা যেখানেই রাখি না কেন, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই ডাটাই আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হবে। সরকারি ডাটা নিশ্চিতে মেঘনা ক্লাউড একটি ইতিবাচক সমাধান হতে পারে। মেঘনা ক্লাউডের সেবাগুলো সবার সাথে বিনিময় করার জন্যই আজকের সেমিনার।

বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমার বলেন, সিআইআইগুলোকে একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে চলতে হয়। তবে এতদিন যা করেছি তা শৈশবকালীন সময় ছিল। এখন আর শৈশব নেই। তাই আগের মতো ভুল করার আর সুযোগ নেই। ভুল শুধরে সঠিক পথে চলতে পারলে ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ অর্জিত হবে।

ডিএসএ এর মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। অন্য কেউ এসে আমাদের দরজায় নিরাপত্তা দেবে না। তেমনি একটা সমাধান হতে পারে মেঘনা ক্লাউড। এটা আমাদের দেশেরই সমাধান।

জেননেক্সটের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী বলেন, ডাটা ব্রিচ একধরনের দুর্ঘটনা। আমাদের ডাটা যেভাবে বাড়ছে তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এটা প্রতিহত করতে হলে আমাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে। পাশাপশি এটা দেশেই নির্মিত সার্ভার, দেশেই থাকবে। ফলে এখানে ডাটা হোস্ট করার মাধ্যমে দেশের টাকা দেশে থাকবে, প্রচুর বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

প্রসঙ্গত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বিসিসিএল এবং জেননেক্সটের যৌথ উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈরে ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টারে ‘মেঘনা ক্লাউড’ স্থাপন করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী শনিবার

ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

অস্ট্রেলিয়ায় উদ্ভাবিত বিশ্বের প্রথম টাইটানিয়াম হার্ট মানবদেহে প্রতিস্থাপন

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত?

২৭ জুলাই : নামাজের সময়সূচি

যে ভুলে মরতে পারে টবের গাছ

ভুয়া মুক্তিযোদ্ধার সনদে ২৪ বছর ধরে চাকরি, অতঃপর..

ঝিনাইদহে ২৪ বছর ধরে ক্রিকেট ব্যাট বানাচ্ছেন ৩ ভাই

জামালপুরে ১০ মামলায় আসামি ২৩০৫, গ্রেপ্তার ৩২

১০

আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়

১১

যাত্রী পারাপার কমেছে আখাউড়া স্থলবন্দরে

১২

সিলেটে ৭ চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৭

১৩

‘সাংবা‌দি‌কের ওপর হামলা নিঃস‌ন্দে‌হে ছাত্র‌দের কাজ নয়’

১৪

রাজশাহীতে সহিংসতার মামলায় গ্রেপ্তার ১১৬৩

১৫

ছাত্রলীগের রাজনীতি ছাড়ার ঘটনা নিয়ে সারজিসের ফেসবুক স্ট্যাটাস

১৬

তিন সমন্বয়ককে আটকের কারণ জানালেন ডিবিপ্রধান

১৭

দেশের পরিস্থিতি নিয়ে আল জাজিরাকে তথ্য প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার

১৮

পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে শ্রীলঙ্কা

১৯

ময়মনসিংহে শিক্ষার্থীর ওপর হামলা-মারধর

২০
X