কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৪:১২ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের পতাকা হাতে ভিডিও ভাইরাল, মিস ইন্দোনেশিয়া থেকে তরুণী বাদ 

মিস ইন্দোনেশিয়া থেকে বাদ যাওয়া তরুণী মেরিন্স কোগোয়া। ছবি : সংগৃহীত
মিস ইন্দোনেশিয়া থেকে বাদ যাওয়া তরুণী মেরিন্স কোগোয়া। ছবি : সংগৃহীত

ইসরায়েলের পতাকা নিয়ে নাচার পুরোনো ভিডিও ভাইরাল হওয়ার পর মিস ইন্দোনেশিয়া প্রতিযোগিতা থেকে এক তরুণীকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে একই প্রদেশের রানারআপ তরুণী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

বুধবার (২ জুলাই) সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মিস ইন্দোনেশিয়া প্রতিযোগিতা থেকে বাদ যাওয়া ওই তরুণী হলেন মেরিন্স কোগোয়া। যিনি আগামী ৯ জুলাই মিস ইন্দোনেশিয়ার চূড়ান্ত পর্বে হাইল্যান্ড পাপুয়া প্রদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল। কিন্তু গত সপ্তাহে ওই প্রতিযোগিতা থেকে তিনি বাদ পড়েন। যখন ২০২৩ সালের মে মাসে ইসরায়েলের পতাকা হাতের ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে কোগোয়াকে ইসরায়েলের পতাকা হাতে নাচতে দেখা যায়, যা ইন্দোনেশিয়ানদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে এবং আয়োজকদের তাকে নীরবে প্রতিযোগিতা থেকে বাদ দিতে প্ররোচিত করে। তার পরিবর্তে একই প্রদেশের রানারআপ কারমেন আনাস্তাসিয়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

এই ঘটনায় পরিপ্রেক্ষিতে গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন ওই তরুণী। যেখানে তার বায়োতে লেখা আছে ‘আমি ইসরায়েলের পাশে আছি’। তিনি লেখেন, ‘আমার দুই বছর আগের ভিডিও রিলটি নানাভাবে ব্যাখ্যা করে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বাস্তবতা হলো @missindonesia-এর সিদ্ধান্ত এমন কিছু মন্তব্যের ভিত্তিতে নেওয়া হয়েছে, যা আমার বিশ্বাসের সঙ্গে যায় না।’

এদিকে এ বিষয়ে মন্তব্য জানতে আরব নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও মেরিন্স কোগোয়া তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

উল্লেখ্য, বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত, যেখানে জনগণ ও সরকার উভয়ই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে তাদের সংবিধানের উপনিবেশবিরোধী নীতির একটি অংশ হিসেবে দেখে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। এ ছাড়া ইন্দোনেশিয়ান সরকার বহুবার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ও ১৯৬৭ এর আগের সীমান্তের ভিত্তিতে দুই রাষ্ট্রের সমাধানের আহ্বান জানিয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে হাজার হাজার ইন্দোনেশিয়ান ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মিছিল করেছে। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত পণ্য ও কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যাপক বয়কটে অংশ নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল : বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

তারেক রহমানের জন্মদিনে ড্যাবের দোয়া মাহফিল

ফিলিস্তিনিদের সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্কুলছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, থানায় গেলেন প্রথম স্ত্রী

দুবাই এয়ারশোতে রাশিয়ার স্টেলথ ফাইটারের তাক লাগানো প্রদর্শনী

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

দেশে ফিরে বাংলাদেশকে নিয়ে অভিযোগ ভারতের, অস্বীকার ফেডারেশনের

৩ ধরনের মোবাইল ফোন বন্ধের সিদ্ধান্ত সরকারের

‘৪১ বছর আগে জামায়াতের পক্ষ থেকে তত্ত্বাবধায়কের প্রথম প্রস্তাব দেওয়া হয়’

১০

রোবটের নাচ দেখে চমকে গেলেন পুতিন

১১

তারেক রহমানের জন্মদিনে ঘাটাইল বিএনপির অন্যরকম উদ্যোগ

১২

স্কুল কর্তৃপক্ষের অবহেলায় স্বপ্নভঙ্গ ১০ শিক্ষার্থীর

১৩

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা মামলার আবেদন খারিজ

১৪

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না বুঝবেন যেভাবে

১৫

দুলাভাই-শ্যালকের ঋণ শোধ করে দিল হাঁস

১৬

শাহরুখের সিনেমার নকল শাকিবের ‘সোলজার’?

১৭

নাশকতাকারীদের গুলি করার নির্দেশ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য

১৮

বরগুনায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

মুশফিক-লিটনের শতকে ৪৭৬ রানে থামল বাংলাদেশ

২০
X