কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ইকোওয়াসের সঙ্গে বৈঠকের পর সুর নরম করল নাইজার জান্তা

জেনারেল আবদুর রহমান চিয়ানি। ছবি : সংগৃহীত
জেনারেল আবদুর রহমান চিয়ানি। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য তিন বছরের সময় চেয়েছে দেশটির জান্তা সরকার। পশ্চিম আফ্রিকার ১৫ দেশের জোট ইকোওয়াসের নেতাদের সঙ্গে বৈঠকের পর গতকাল শনিবার (১৯ আগস্ট) মধ্যরাতে দেওয়া বক্তব্যে এমন তথ্য দেন জেনারেল আবদুর রহমান চিয়ানি।

তবে সরকারি টেলিভিশনে দেওয়া বক্তব্যে কীভাবে বেসামরিক সরকরের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে, সে বিষয়ে বিশদ ব্যাখ্যা দেননি জেনারেল চিয়ানি। তিনি বলেন, জান্তা সরকারের এই পদক্ষেপের নীতিমালা সংলাপের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে নির্ধারণ করা হবে। ক্ষমতাসীন সামরিক কাউন্সিল এই সংলাপের আয়োজন করবে।

চিয়ানি বলেন, ‘সামরিক কাউন্সিল বা নাইজারের জনগণ যুদ্ধ চায় না। তারা সংলাপের বিষয়ে উন্মুক্ত।’

গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে রাখেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। আটকের পরের দিন বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন তারা। এরপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ও তার পরিবারের সদস্যদের বন্দি করে রেখেছে সামরিক সরকার।

তাদের এ সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী পশ্চিম আফ্রিকার দেশগুলো। সেনা অভ্যুত্থানের পর নাইজারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিম আফ্রিকার ১৫ দেশের জোট ইকোওয়াস। ক্ষমতাচ্যুত সরকার পুনর্বহালে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়ে রেখেছেন ইকোওয়াসের নেতারা।

গতকালের বক্তব্যে ইকোওয়াসের সামরিক হস্তক্ষেপের বিষয়েও কথা বলেন জেনারেল চিয়ানি। তিনি বলেন, ‘একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। আমাদের ওপর হামলা হলে বিষয়টি পার্কে হাঁটার মতো কোনো কিছু হবে না।’ এ সময় নাইজারের ওপর ‘অবৈধ ও অমানবিক’ নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানান তিনি।

এর আগে গতকাল নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনারেল আবদুল সালামি আবু বকরের নেতৃত্বে ইকোওয়াসের একটি প্রতিনিধিদল নাইজারে যান। তারা সামরিক সরকারের নিযুক্ত প্রধানমন্ত্রী এবং জেনালের চিয়ানির সঙ্গে দেখা করার পর পৃথকভাবে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের সঙ্গেও দেখা করেন।

আবু বকর বলেন, ‘আমরা বাজুমের সঙ্গে দেখা করেছি। তার সঙ্গে কী কী করা হয়েছে, তা আমরা শুনেছি। আমাদের যারা এখানে পাঠিয়েছেন তাদের কাছে তার কথা পৌঁছে দেওয়া হবে। সন্দেহ নেই আজকের বৈঠক এই সংকট সমাধানে আলোচনার পথ উন্মুক্ত করেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় নতুন অর্থনৈতিক অঞ্চল / এক লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

যৌথবাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক

জেলেরা হেলমেট পরে মাছ ধরেন যেখানে

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ৬ সেপ্টেম্বর

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসু নির্বাচন / ছাত্রলীগ সম্পৃক্ততার দায়ে বাদ জুলিয়াস সিজার

১০

ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

১১

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে : তারেক রহমান

১২

‘রোহিতকে সরানোর জন্যই ব্রঙ্কো টেস্ট এনেছে বিসিসিআই’

১৩

অভিনেত্রী হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফির বিচার শুরু

১৪

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবে অনুদান

১৫

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

১৬

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

১৭

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

১৮

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

১৯

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

২০
X