বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ইকোওয়াসের সঙ্গে বৈঠকের পর সুর নরম করল নাইজার জান্তা

জেনারেল আবদুর রহমান চিয়ানি। ছবি : সংগৃহীত
জেনারেল আবদুর রহমান চিয়ানি। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য তিন বছরের সময় চেয়েছে দেশটির জান্তা সরকার। পশ্চিম আফ্রিকার ১৫ দেশের জোট ইকোওয়াসের নেতাদের সঙ্গে বৈঠকের পর গতকাল শনিবার (১৯ আগস্ট) মধ্যরাতে দেওয়া বক্তব্যে এমন তথ্য দেন জেনারেল আবদুর রহমান চিয়ানি।

তবে সরকারি টেলিভিশনে দেওয়া বক্তব্যে কীভাবে বেসামরিক সরকরের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে, সে বিষয়ে বিশদ ব্যাখ্যা দেননি জেনারেল চিয়ানি। তিনি বলেন, জান্তা সরকারের এই পদক্ষেপের নীতিমালা সংলাপের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে নির্ধারণ করা হবে। ক্ষমতাসীন সামরিক কাউন্সিল এই সংলাপের আয়োজন করবে।

চিয়ানি বলেন, ‘সামরিক কাউন্সিল বা নাইজারের জনগণ যুদ্ধ চায় না। তারা সংলাপের বিষয়ে উন্মুক্ত।’

গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে রাখেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। আটকের পরের দিন বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন তারা। এরপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ও তার পরিবারের সদস্যদের বন্দি করে রেখেছে সামরিক সরকার।

তাদের এ সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী পশ্চিম আফ্রিকার দেশগুলো। সেনা অভ্যুত্থানের পর নাইজারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিম আফ্রিকার ১৫ দেশের জোট ইকোওয়াস। ক্ষমতাচ্যুত সরকার পুনর্বহালে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়ে রেখেছেন ইকোওয়াসের নেতারা।

গতকালের বক্তব্যে ইকোওয়াসের সামরিক হস্তক্ষেপের বিষয়েও কথা বলেন জেনারেল চিয়ানি। তিনি বলেন, ‘একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। আমাদের ওপর হামলা হলে বিষয়টি পার্কে হাঁটার মতো কোনো কিছু হবে না।’ এ সময় নাইজারের ওপর ‘অবৈধ ও অমানবিক’ নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানান তিনি।

এর আগে গতকাল নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনারেল আবদুল সালামি আবু বকরের নেতৃত্বে ইকোওয়াসের একটি প্রতিনিধিদল নাইজারে যান। তারা সামরিক সরকারের নিযুক্ত প্রধানমন্ত্রী এবং জেনালের চিয়ানির সঙ্গে দেখা করার পর পৃথকভাবে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের সঙ্গেও দেখা করেন।

আবু বকর বলেন, ‘আমরা বাজুমের সঙ্গে দেখা করেছি। তার সঙ্গে কী কী করা হয়েছে, তা আমরা শুনেছি। আমাদের যারা এখানে পাঠিয়েছেন তাদের কাছে তার কথা পৌঁছে দেওয়া হবে। সন্দেহ নেই আজকের বৈঠক এই সংকট সমাধানে আলোচনার পথ উন্মুক্ত করেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে চীন

রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

‘শেষ ৪ মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি’

বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা

যে কারণে স্বতন্ত্র নির্বাচন করছেন, জানালেন তাসনিম জারা

মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি : ‘এক ইঞ্চিও পিছু হটব না’

কলকাতার হয়ে খেলা পেসারকেও ভিসা দিচ্ছে না ভারত

প্রার্থী-সমর্থকদের প্রতি যে আহ্বান জানাল জমিয়ত

১০

‘হাঙর’ নিয়ে আসছেন নেপালি তারকা প্রমোদ আগ্রহারী

১১

শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে এনসিপি নেতা

১২

দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির

১৩

জকসুর প্রথম সভা অনুষ্ঠিত

১৪

পৌষ সংক্রান্তিতে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

১৫

ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু

১৬

নতুন প্রধান কোচ নিয়োগ দিল ম্যানইউ

১৭

খেজু‌রের রস খেতে গিয়ে শিয়ালের কামড়, আহত ৪

১৮

শান্তি, ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার রবিনের

১৯

অনিশ্চয়তার দোলাচলে শাকসু নির্বাচন

২০
X