কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ইকোওয়াসের সঙ্গে বৈঠকের পর সুর নরম করল নাইজার জান্তা

জেনারেল আবদুর রহমান চিয়ানি। ছবি : সংগৃহীত
জেনারেল আবদুর রহমান চিয়ানি। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য তিন বছরের সময় চেয়েছে দেশটির জান্তা সরকার। পশ্চিম আফ্রিকার ১৫ দেশের জোট ইকোওয়াসের নেতাদের সঙ্গে বৈঠকের পর গতকাল শনিবার (১৯ আগস্ট) মধ্যরাতে দেওয়া বক্তব্যে এমন তথ্য দেন জেনারেল আবদুর রহমান চিয়ানি।

তবে সরকারি টেলিভিশনে দেওয়া বক্তব্যে কীভাবে বেসামরিক সরকরের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে, সে বিষয়ে বিশদ ব্যাখ্যা দেননি জেনারেল চিয়ানি। তিনি বলেন, জান্তা সরকারের এই পদক্ষেপের নীতিমালা সংলাপের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে নির্ধারণ করা হবে। ক্ষমতাসীন সামরিক কাউন্সিল এই সংলাপের আয়োজন করবে।

চিয়ানি বলেন, ‘সামরিক কাউন্সিল বা নাইজারের জনগণ যুদ্ধ চায় না। তারা সংলাপের বিষয়ে উন্মুক্ত।’

গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে রাখেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। আটকের পরের দিন বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন তারা। এরপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ও তার পরিবারের সদস্যদের বন্দি করে রেখেছে সামরিক সরকার।

তাদের এ সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী পশ্চিম আফ্রিকার দেশগুলো। সেনা অভ্যুত্থানের পর নাইজারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিম আফ্রিকার ১৫ দেশের জোট ইকোওয়াস। ক্ষমতাচ্যুত সরকার পুনর্বহালে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়ে রেখেছেন ইকোওয়াসের নেতারা।

গতকালের বক্তব্যে ইকোওয়াসের সামরিক হস্তক্ষেপের বিষয়েও কথা বলেন জেনারেল চিয়ানি। তিনি বলেন, ‘একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। আমাদের ওপর হামলা হলে বিষয়টি পার্কে হাঁটার মতো কোনো কিছু হবে না।’ এ সময় নাইজারের ওপর ‘অবৈধ ও অমানবিক’ নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানান তিনি।

এর আগে গতকাল নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনারেল আবদুল সালামি আবু বকরের নেতৃত্বে ইকোওয়াসের একটি প্রতিনিধিদল নাইজারে যান। তারা সামরিক সরকারের নিযুক্ত প্রধানমন্ত্রী এবং জেনালের চিয়ানির সঙ্গে দেখা করার পর পৃথকভাবে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের সঙ্গেও দেখা করেন।

আবু বকর বলেন, ‘আমরা বাজুমের সঙ্গে দেখা করেছি। তার সঙ্গে কী কী করা হয়েছে, তা আমরা শুনেছি। আমাদের যারা এখানে পাঠিয়েছেন তাদের কাছে তার কথা পৌঁছে দেওয়া হবে। সন্দেহ নেই আজকের বৈঠক এই সংকট সমাধানে আলোচনার পথ উন্মুক্ত করেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০

নির্বাচনী প্রচারে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারে মাউশির কঠোর নিষেধাজ্ঞা

চামড়াসহ নাকি চামড়া ছাড়া, কীভাবে মুরগির মাংস খাওয়া ভালো?

বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চায়ের আড্ডায় থেমে গেল কুয়েট শিক্ষার্থীর জীবন

মালদ্বীপ প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

বিক্ষোভ দমনে প্রথম প্রকাশ্যে ফাঁসি কার্যকরের পথে ইরান

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

ঢাকা-১০ আসনে শিক্ষা ও নিরাপত্তার নতুন অঙ্গীকার রবিউলের

শীতে মুখ ঢেকে নামাজ পড়া কি জায়েজ, যা বলছে ইসলাম

১০

সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন মহার্ঘ ভাতা

১১

উত্তাল চুয়াডাঙ্গা

১২

দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি

১৩

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু : পাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৪

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ওয়েবসাইটে প্রকাশ

১৫

গণভোট নিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

১৬

রাউজান-রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুনের রহস্য উন্মোচন

১৭

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষা জালিয়াতি, রিমান্ডে ২৬ আসামি 

১৮

বিএনপির ৫ নেতা সদস্যপদ ফিরে পেলেন

১৯

শৈত্যপ্রবাহ নিয়ে ফের দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

২০
X