কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ইকোওয়াসের সঙ্গে বৈঠকের পর সুর নরম করল নাইজার জান্তা

জেনারেল আবদুর রহমান চিয়ানি। ছবি : সংগৃহীত
জেনারেল আবদুর রহমান চিয়ানি। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য তিন বছরের সময় চেয়েছে দেশটির জান্তা সরকার। পশ্চিম আফ্রিকার ১৫ দেশের জোট ইকোওয়াসের নেতাদের সঙ্গে বৈঠকের পর গতকাল শনিবার (১৯ আগস্ট) মধ্যরাতে দেওয়া বক্তব্যে এমন তথ্য দেন জেনারেল আবদুর রহমান চিয়ানি।

তবে সরকারি টেলিভিশনে দেওয়া বক্তব্যে কীভাবে বেসামরিক সরকরের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে, সে বিষয়ে বিশদ ব্যাখ্যা দেননি জেনারেল চিয়ানি। তিনি বলেন, জান্তা সরকারের এই পদক্ষেপের নীতিমালা সংলাপের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে নির্ধারণ করা হবে। ক্ষমতাসীন সামরিক কাউন্সিল এই সংলাপের আয়োজন করবে।

চিয়ানি বলেন, ‘সামরিক কাউন্সিল বা নাইজারের জনগণ যুদ্ধ চায় না। তারা সংলাপের বিষয়ে উন্মুক্ত।’

গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে রাখেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। আটকের পরের দিন বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন তারা। এরপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ও তার পরিবারের সদস্যদের বন্দি করে রেখেছে সামরিক সরকার।

তাদের এ সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী পশ্চিম আফ্রিকার দেশগুলো। সেনা অভ্যুত্থানের পর নাইজারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিম আফ্রিকার ১৫ দেশের জোট ইকোওয়াস। ক্ষমতাচ্যুত সরকার পুনর্বহালে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়ে রেখেছেন ইকোওয়াসের নেতারা।

গতকালের বক্তব্যে ইকোওয়াসের সামরিক হস্তক্ষেপের বিষয়েও কথা বলেন জেনারেল চিয়ানি। তিনি বলেন, ‘একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। আমাদের ওপর হামলা হলে বিষয়টি পার্কে হাঁটার মতো কোনো কিছু হবে না।’ এ সময় নাইজারের ওপর ‘অবৈধ ও অমানবিক’ নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানান তিনি।

এর আগে গতকাল নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনারেল আবদুল সালামি আবু বকরের নেতৃত্বে ইকোওয়াসের একটি প্রতিনিধিদল নাইজারে যান। তারা সামরিক সরকারের নিযুক্ত প্রধানমন্ত্রী এবং জেনালের চিয়ানির সঙ্গে দেখা করার পর পৃথকভাবে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের সঙ্গেও দেখা করেন।

আবু বকর বলেন, ‘আমরা বাজুমের সঙ্গে দেখা করেছি। তার সঙ্গে কী কী করা হয়েছে, তা আমরা শুনেছি। আমাদের যারা এখানে পাঠিয়েছেন তাদের কাছে তার কথা পৌঁছে দেওয়া হবে। সন্দেহ নেই আজকের বৈঠক এই সংকট সমাধানে আলোচনার পথ উন্মুক্ত করেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

ভোটে সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’ : গোলাম পরওয়ার

জন্মদিনে ভক্তদের কী সুখবর দিলেন অপু বিশ্বাস?

সরকার উৎখাতের ষড়যন্ত্র / মার্কিন নাগরিক এনায়েতের সহযোগী আজহার রিমান্ডে

গুম করে কীভাবে ভারতে নেওয়া হয়, জানালেন সালাহউদ্দিন আহমদ

সিরিজ বাঁচানোর মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

মেলানিয়া ট্রাম্পের দাবিতে সাড়া দিলেন পুতিন

ছবিতে প্রথমে কী দেখছেন বলে দেবে, মানুষ আপনাকে কেমনভাবে দেখে

ট্রাইব্যুনালে জবানবন্দিতে যা বললেন উপদেষ্টা আসিফ

ঘি চা খাওয়া কি সত্যিই ভালো

১০

এলপিজি সিলিন্ডারের দাম কেমন হওয়া উচিত, জানালেন জ্বালানি উপদেষ্টা

১১

এশিয়ান কাপ খেলতে যে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

১২

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

১৩

অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু গ্রেপ্তার

১৪

ঢাকায় মহাসমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস, তারিখ ঘোষণা

১৫

অনুমতি ছাড়া খুলনা মেডিকেলে সংবাদ সংগ্রহে পরিচালকের নিষেধাজ্ঞা

১৬

এক টেবিলে বিএনপির হেভিওয়েট ৫ মনোনয়নপ্রত্যাশী 

১৭

ঢাবি, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে পরিচ্ছন্নতায় ডিএসসিসি

১৮

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৯

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই : মির্জা ফখরুল

২০
X