ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক তৎপরতায় যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। শনিবার (২৩ আগস্ট) তিনি কিয়েভ ও মস্কোর মধ্যে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। খবর এএফপির।
প্রিটোরিয়ার এক বিবৃতিতে জানানো হয়, রামাফোসা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে যুদ্ধ থামাতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক ও ত্রিপক্ষীয় বৈঠকের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি মনে করেন, এমন বৈঠকই শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিশ্রুতির ইঙ্গিত দিতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ ধরে দুই পক্ষের সঙ্গে কথা বললেও শীর্ষ সম্মেলনের সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে। গত সোমবার তিনি আশাবাদী মন্তব্য করেছিলেন, পুতিন ও জেলেনস্কি মুখোমুখি দেখা করতে রাজি হয়েছেন। কিন্তু শুক্রবার তিনি দুই নেতাকে ‘তেল আর ভিনেগার’-এর সঙ্গে তুলনা করে সেই প্রত্যাশা কমিয়ে দেন।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আবারও জানিয়ে দিয়েছেন, তিনি রাশিয়ার নেতার সঙ্গে বৈঠকে রাজি আছেন। তবে তিনি অভিযোগ করেছেন, ‘মস্কো শান্তির বদলে পরিস্থিতিকে আরও জটিল করার চেষ্টা করছে।’ তিনি গ্লোবাল সাউথের দেশগুলোকে রাশিয়াকে শান্তির পথে আনতে চাপ দেওয়ার আহ্বান জানান।
রামাফোসা বর্তমানে জি২০-এর সভাপতি। তিনি ফরাসি ও ফিনিশ প্রেসিডেন্টের সঙ্গেও আলোচনা করেছেন। আগামী সপ্তাহগুলোতে আরও ইউরোপীয় নেতাদের সঙ্গে তার কথা বলার কথা রয়েছে। গত সোমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেছেন। গত অক্টোবরে ব্রিকস সম্মেলনে পুতিনকে তিনি ‘প্রিয় মিত্র’ ও ‘মূল্যবান বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন।
তবে ইউক্রেনে আক্রমণের পর এ বছরই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা জাতিসংঘে একটি প্রস্তাবের পক্ষে ভোট দেয়, যেখানে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানানো হয়।
মন্তব্য করুন