গৃহযুদ্ধে জর্জরিত সুদানের দক্ষিণ খার্তুমের একটি বাজারে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। স্থানীয় একটি স্বেচ্ছাসেবক গ্রুপের বরাতে আজ রোববার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে যুদ্ধ চলছে। পাঁচ মাসের এই যুদ্ধে আজকের হামলায় সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, রোববার সকালে অনেক ড্রোনের মাধ্যমে দক্ষিণ খার্তুমে একের পর এক ভারী বিমান হামলা চালানো হয়েছে। দক্ষিণ খার্তুম আরএসএফের দখলে থাকা শহরের সবচেয়ে বড় জেলা।
এক বিবৃতিতে এ হামলার পাশাপাশি অন্যান্য হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করেছে আরএসএফ। তবে এসব অভিযোগ অস্বীকার করে উল্টো আরএসএফকে দায়ী করেছে সেনাবাহিনী।
ব্রিগেডিয়ার জেনারেল নাবিল আবদুল্লাহ রয়টার্সকে বলেছেন, তারা শুধু শত্রুদের ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালান।
এর আগে গত ৫ সেপ্টেম্বর সুদানে সেনাবাহিনীর হামলায় অন্তত ৩২ বেসামরিক নাগরিক নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও অনেকে।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানে সুদানে বেসামরিক সরকারের পতন ঘটানো হয়। এরপর দেশ শাসন করছিল সেনাবাহিনী। কিন্তু সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক সহযোগী ও আরএসএফপ্রধান মোহাম্মদ হামদান দাগলুর মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে আলোচনা ব্যর্থ হলে গত ১৫ এপ্রিল রাজধানী খারতুমে সেনাবাহিনীর ব্যারাকে হামলা করে বসে আরএসএফ।
জাতিসংঘ জানিয়েছে, চলমান এ লড়াইয়ের কারণে সুদানে ২০ লাখ মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এ ছাড়া ৪ লাখ ৭৬ হাজার মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।
মন্তব্য করুন