

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়া নগরীর কাছে একটি বারে বন্দুকধারীদের গুলিতে তিন বছরের এক শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে। দেশটির পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিসের মুখপাত্র আথলেন্ডা ম্যাথে জানান, প্রিটোরিয়া থেকে প্রায় ১৮ কিলোমিটার পশ্চিমে সলসভিল টাউনশিপের একটি বারে চালানো এ হামলায় মোট ২৫ জনকে গুলি করা হয়। আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশু, ১২ বছর বয়সী এক ছেলে ও ১৬ বছর বয়সী এক কিশোরী রয়েছে।
ম্যাথে বলেন, শনিবার ভোর প্রায় সাড়ে ৪টার দিকে একটি হোস্টেলের ভেতরে থাকা একটি ‘অনিবন্ধিত বারে’ তিনজন বন্দুকধারী হঠাৎ ঢুকে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। ঘটনাস্থলে কয়েকজন পুরুষ পানাহার করছিলেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত বন্দুকধারীদের ধরতে ইতোমধ্যে ব্যাপক অভিযান শুরু হয়েছে। তবে এখনো হামলার কারণ বা উদ্দেশ্য জানা যায়নি।
প্রসঙ্গত, আফ্রিকার শিল্পোন্নত দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা। দেশটি দীর্ঘদিন ধরেই সংগঠিত অপরাধচক্র, দুর্নীতি ও গ্যাং সহিংসতার সঙ্গে লড়ছে। পুলিশের হিসাবে, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে প্রতিদিন গড়ে ৬৩ জন খুন হয়েছে।
মন্তব্য করুন