পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) সঙ্গে সীমান্ত ঘেঁষা ভুগিজো শহরে এই হামলা হয়েছে। খবর আলজাজিরার।
নিহতদের মধ্যে ১২ শিশু, দুই জন অন্তঃসত্ত্বা ও একজন পুলিশ কর্মকর্তা রয়েছে। শনিবার বুরুন্ডি সরকারের মুখপাত্র জেরোম নিওনজিমা এমন তথ্য জানিয়েছেন।
শুক্রবারের এই হামলায় দায় বিদ্রোহী গোষ্ঠী আরইডি-তাবারা স্বীকার করেছে। বুরুন্ডিতে এই গোষ্ঠীটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত। পূর্ব কঙ্গোর সামরিক ঘাঁটি থেকে আরইডি-তাবারার বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা ২০১৫ সাল থেকে সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে।
কর্তৃপক্ষের বরাতে আলজারিরা জানিয়েছে, ভুগিজো শহরের ৯টি বাড়িতে হামলা হয়েছে। হামলায় আহত অন্তত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে হামলায় বেসামরিক মানুষ হতাহতের কথা বলা হলেও সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বেসামরিক মানুষকে হামলার টার্গেট করার বিষয়টি অস্বীকার করেছে আরইডি-তাবারার বিদ্রোহী গোষ্ঠী। তাদের দাবি, শুক্রবারের হামলায় ৯ সেনা সদস্য এবং একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, বিদ্রোহীরা বুরুন্ডির সেনাবাহিনীর পোশাক পরা ছিল। বিদ্রোহীদের দেখে বেসামরিক মানুষকে তাদের নিজেদের জিম্মায় ছেড়ে সামরিক বাহিনী ও পুলিশ সদস্যরা পালিয়ে যায়।
প্রিসিল কানয়াঞ্জ নামে এক কৃষক বলেছেন, সীমান্তরক্ষী পুলিশের স্থাপনা লক্ষ্য করে হামলা করলে আমরা বুঝতে পারি তারা আসলে হামলাকারী। পালানোর চেষ্টা করলে অনেক মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
দুজন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তার বরাতে ফরাসি বার্তা সংস্থা সূত্র এএফপি জানিয়েছে, সামরিক স্থাপনা লক্ষ্য করেই হামলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র সামরিক কর্মকর্তা এএফপিকে বলেছেন, দুপক্ষের বন্দুকযুদ্ধের মধ্যে বেসামরিক মানুষজন পড়ে যায়। ফলে তারা নিহত হয়। হামলার পর হামলাকারীরা কঙ্গোতে ফিরে যায়।
মন্তব্য করুন