সুদানের ওমদুরমান শহরে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল শনিবার (৮ জুলাই) রাজধানী খার্তুমের পার্শ্ববর্তী এই শহরের একটি আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর (আরএসএফ) মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ বিমান হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক। গত মাসে খার্তুমে একটি বিমান হামলায় পাঁচ শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়।
লড়াই শুরু হওয়ার পর আরএসএফ দ্রুত রাজধানী খার্তুম এবং ওমদুরমান ও বাহরি শহরে আধিপত্য বিস্তার করলে সামরিক বাহিনী বিমান ও কামান হামলা শুরু করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ লড়াইয়ে এখন পর্যন্ত এক হাজার ১৩৩ জন নিহত হয়েছে। এ ছাড়া গৃহহীন হয়ে পড়েছে ২৯ লাখের বেশি মানুষ। এর মধ্যে আশপাশের দেশে পালিয়ে গেছে প্রায় সাত লাখ মানুষ।
মন্তব্য করুন