এক মাস ধরে লোকচক্ষুর আড়ালে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। তার এ দীর্ঘ অনুপস্থিতি দেশটির অনলাইন মাধ্যমে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। এমন জল্পনা-কল্পনার মধ্যে আজ মঙ্গলবার (২৫ জুলাই) তাকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সিনহুয়ার খবরে বলা হয়েছে, চীনের শীর্ষ আইনসভা দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চীনা কমিউনিস্ট পার্টির পররাষ্ট্রবিষয়ক শাখার পরিচালক ওয়াং ই-কে নিয়োগ দিয়েছে। আজ মঙ্গলবার এক অধিবেশনে তাকে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে কিন গ্যাংকে পররাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গত ৩০ দিন ধরে জনসম্মুখে আসেন না ৫৭ বছর বয়সী চীনা পররাষ্ট্রমন্ত্রী। সবশেষ গত ২৫ জুন তাকে দেখা গিয়েছিল।
আরও পড়ুন : নিখোঁজের পর পদ হারালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর গত বছর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান কিন গ্যাং। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেশ বিশ্বস্তই ছিলেন তিনি। হঠাৎ কী এমন হলো শি তাকে সরিয়ে দিলেন? তবে তাকে সরিয়ে দেওয়ার কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানায়নি চীনা কর্তৃপক্ষ।
কিন গ্যাংয়ের নিখোঁজ হওয়া নিয়ে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গাল-গল্প ছড়িয়ে পড়েছে। এদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো, এক মার্কিন নারী সাংবাদিকের সঙ্গে পরকীয়ার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, কিন গ্যাংয়ের নিখোঁজ হওয়ার সময় থেকে হংকংভিত্তিক একটি মার্কিন টেলিভিশনে কাজ করা এক নারী সাংবাদিকেরও খোঁজ মিলছিল না। সেই নারী সাংবাদিকের নাম ফু জিয়াওটিয়ান। কিনের সঙ্গে তার পরকীয়া নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিল।
ফু জিয়াওটিয়ান মার্কিন নাগরিক। তবে তার জন্ম হয়েছে চীনে। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। গত নভেম্বরে তিনি এক ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। তবে তার বাবার পরিচয় এখনো জানা যায়নি।
মন্তব্য করুন