

স্ত্রী বাসায় থাকবেন না জেনে প্রেমিকাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন এক তরুণ। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই বাড়িতে ফিরে আসেন স্ত্রী। এসময় স্ত্রীর কাছে পরকীয়া সম্পর্ক ধরা পড়ে যাওয়ার ভয়ে প্রেমিক ঘটনালেন এক শ্বাসরুদ্ধকর কাণ্ড।
ভয়ে জানালা দিয়েই প্রেমিকাকে পালাতে বাধ্য করলেন তরুণ। আর ১১তলা থেকে পাইপ বেয়ে তরতর করে নামতেও শুরু করেন ওই বিবাহিত তরুণের প্রেমিকা।
সম্প্রতি সমাজিক যোগাযোগমধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। মাস্টশেয়ারনিউজ নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
সেই ভিডিওতে দেখা গেছে, তরুণী উঁচু বহুতল ভবনের জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসছেন, এসময় তার পরনে সাদা রঙের পোশাক। জানালা থেকে এক লাফ দিয়ে পাইপ বেয়ে ভবনের নিচে নামতে শুরু করেন তিনি। পরে পা পিছলে পড়ে যাওয়ার ভয়ে একই ভাবনের অন্য এক ফ্ল্যাটের জানালায় ধাক্কা দেয় সে। ওই ফ্ল্যাটের বাসিন্দা হাত ধরে টেনে তরুণীকে উপরে তুলে আনেন।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনাটি ৩০ নভেম্বর চিনের গুয়াংদং প্রদেশে ঘটেছে। এক তরুণের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সেই তরুণী। প্রেমিকের স্ত্রী বাড়িতে থাকবেন না জেনে তার সঙ্গে একান্তে সময় কাটাতে গিয়েছেলেন তরুণী। কিন্তু তরুণের স্ত্রী আগেভাগেই বাড়ি ফিরে আসেন।
পরে ধরা পরে যাওয়ার ভয়ে প্রেমিকাকে জানালা দিয়ে পালিয়ে যেতে বলেন তরুণ। ধরা পড়ে যাওয়ার ভয়ে ভবনের ১১তলার জানলা দিয়ে লাফিয়ে বেরিয়ে, পাইপ বেয়ে নিচে নামতে থাকেন তরুণী।
এসময় পা পিছলে পড়ে যাওয়ার ভয়ে আবাসনের এক ফ্ল্যাটের জানলায় ধাক্কা মারেন তিনি। সেই ফ্ল্যাটের বাসিন্দা পরে তাকে হাত ধরে টেনে তোলেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।
মন্তব্য করুন