কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ, বিপাকে লাখো শিক্ষার্থী

চীন ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
চীন ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

চীনের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে বেশ বিপাকে পড়েছেন চীনা শিক্ষার্থীরা। দেশটি চীনা শিক্ষার্থীদের ভিসা ‘আক্রমণাত্মকভাবে’ বাতিল করছে।

বৃহস্পতিবার (২৯ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা ছাত্রদের ভিসা ‘আক্রমণাত্মকভাবে’ বাতিল করার ঘোষণা দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই পদক্ষেপের মধ্যে থাকবে ‘চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কিত বা গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যয়নরত’ ছাত্ররা।

সাম্প্রতিক মাসগুলোতে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে। ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রে প্রায় ২৮০,০০০ চীনা ছাত্র অধ্যয়ন করছিল। এই সিদ্ধান্ত কতজন ছাত্রকে প্রভাবিত করবে, তা এখনও স্পষ্ট নয়।

চীন এই পদক্ষেপের ‘তীব্র বিরোধিতা’ করেছে এবং যুক্তরাষ্ট্রকে আরও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছে। রুবিও বুধবার তার বিবৃতিতে বলেছেন, চীন এবং হংকং থেকে আগত ভবিষ্যৎ ভিসা আবেদনকারীদের জন্য ‘কঠোর তদন্ত’ নীতিমালা সংশোধন করা হবে।

এর আগে, সোমবার রুবিও বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোকে স্টুডেন্ট ভিসার জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। পররাষ্ট্র দপ্তর এই ধরনের আবেদনকারীদের সামাজিক মাধ্যমের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপের বিরুদ্ধেও চীন বিরোধিতা প্রকাশ করেছে।

রুবিওর বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যৌথভাবে চীনা ছাত্রদের ভিসা বাতিলে কাজ করবে, বিশেষ করে যারা চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কিত বা গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যয়ন করছে।

ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে বেশ কিছু বিদেশি ছাত্রকে নির্বাসন এবং হাজার হাজার ভিসা বাতিল করেছে, যদিও এর অনেকগুলোই আদালতের মাধ্যমে বন্ধ করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য শত কোটি ডলারের তহবিল স্থগিত করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প হার্ভার্ডের মতো শীর্ষস্থানীয় কিছু শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘অতি উদার’ মনে করেন এবং তাদের বিরুদ্ধে ক্যাম্পাসে ইহুদিবিরোধী মনোভাব মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলেছেন।

চীন এখনো ভিসা বাতিলের নির্দিষ্ট পদক্ষেপের বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া জানায়নি। তবে, স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট বাতিলের বিষয়ে চীন বুধবার বলেছে, আমরা যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক ছাত্রদের, বিশেষ করে চীনা ছাত্রদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার জন্য আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন নিয়ে ধর্ম ব্যবসায়ী একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস 

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি : জুয়েল

জাতিসংঘ সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

জুমার নামাজে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত

জিয়াউর রহমান অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন : চসিক মেয়র

কর্মসংস্থান তৈরিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

অনির্দিষ্টকালের অনশন কর্মসূচিতে সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীরা

১০

১০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ লেবার পার্টি 

১১

৭০ কিলোমিটার রাস্তা সংস্কার করল লালমনিরহাট যুবদলের নেতাকর্মীরা

১২

‎প্রেম করে বিয়ে, বউকে ঘরে তোলা হলো না খালেকের

১৩

অর্থহীনের নতুন গান ‘উন্মাদ’

১৪

মিউনিখ বিমানবন্দরে রহস্যজনক ড্রোন, আতঙ্কে ফ্লাইট বাতিল

১৫

গর্ভাবস্থায় কী খাবেন, কী খাবেন না? যা বলছেন পুষ্টিবিদ

১৬

শাপলা প্রতীক বরাদ্দ প্রশ্নে এনসিপির ব্যাখ্যা

১৭

১২ ঘণ্টা পর ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক

১৮

হুমায়ূন আহমেদকে নিয়ে গুলতেকিন খানের বিস্ফোরক পোস্ট 

১৯

গাজামুখী সুমুদ ফ্লোটিলা আটক, জমিয়তের তীব্র নিন্দা

২০
X