

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র শিগগির কম্বোডিয়া ও মালয়েশিয়ার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি এবং থাইল্যান্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে একটি অংশীদারত্ব চুক্তি সম্পন্ন করবে।
ট্রাম্প বলেন, এসব চুক্তির লক্ষ্য হলো চীনের ওপর নির্ভরশীলতা কমানো, বাজার সম্প্রসারণ, শুল্ক হ্রাস ও যুক্তরাষ্ট্রের উৎপাদন ও প্রতিরক্ষা খাতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ নিশ্চিত করা।
২০২৫ সালের শুরুর দিক থেকে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্য উত্তেজনা বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্র চীনের কয়েকটি কোম্পানির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করার পর, চীন পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বিরল খনিজ রপ্তানিতে নতুন সীমাবদ্ধতা আরোপ করে।
ট্রাম্প বলেন, লিথিয়াম, নিকেল ও বিরল খনিজ উপাদানগুলো বৈদ্যুতিক যান, ব্যাটারি এবং প্রতিরক্ষা প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্বের প্রায় ৭০ শতাংশ বিরল খনিজ প্রক্রিয়াকরণ চীনের হাতে, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপর তাদের বড় প্রভাব বজায় রাখে।
সফরটি ট্রাম্পের পুনরায় প্রেসিডেন্ট হওয়ার পর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে প্রথম বড় সফর। তিনি আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গেছে।
মন্তব্য করুন