কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

মাইক ভাড়া করে গালাগাল করা সেই যুবককে টাকা দিল ব্যাংক

ব্যাংকঋণের চেক হাতে সারোয়ার হোসেন রাব্বি। ছবি : কালবেলা
ব্যাংকঋণের চেক হাতে সারোয়ার হোসেন রাব্বি। ছবি : কালবেলা

বিদেশে যাওয়ার জন্য এক লাখ টাকা ঋণ না পাওয়ায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করা সারোয়ার হোসেন রাব্বির বিদেশ যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন রাব্বি নিজেই। আগামী (৩০ অক্টোবর) সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করবেন তিনি।

এর আগে, কালবেলা অনলাইন ও মাল্টিমিডিয়ায় ‘বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। মুহূর্তেই সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান সারোয়ার হোসেন রাব্বি। পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে সৌদি আরবে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে ভিসা হাতে পেলেও এক লাখ টাকার জন্য যাওয়া সম্ভব হচ্ছিল না। এই জন্য বিভিন্নজনের কাছে গিয়েও আর্থিক সহায়তা না পেয়ে এনজিওর লোকজনকে বাড়িতে আনেন। প্রথমে টাকা দিতে রাজি হলেও বাড়ি ঘুরে যাওয়ার পর রাব্বিকে টাকা দিতে অস্বীকৃতি জানায় এনজিও।

স্থানীয় কিছু লোকজন সেখানে বাধা প্রদান করে এমন অভিযোগ এনে ক্ষোভে ৫০০ টাকা দিয়ে মাইক ভাড়া করে গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে এলাকাবাসীকে গালাগাল করেন রাব্বি। পরে সেই ভিডিও রাব্বি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়। বিষয়টি নজরে আসলে দৈনিক কালবেলা অনলাইন ও মাল্টিমিডিয়া প্লাটফর্মে প্রতিবেদন প্রকাশ হয়।

সারোয়ার হোসেন রাব্বি বলেন, এর আগেও দুবার বিদেশ যেতে চেয়েও টাকার জন্য শেষ মুহূর্তে যেতে পারিনি। এবারও এমনটাই হতে চলছিল। এক লাখ টাকার জন্য বিভিন্ন জনের কাছে গিয়েছি। কিন্তু কেউ আমাকে টাকা দেয়নি। এনজিওর লোকজন বাড়িতে এসেও টাকা দিবে বলে যায় পরে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এরই মধ্যে সৌদি আরব যাওয়ার তারিখ ঘোষণা হয়।

তিনি আরও বলেন, ভিসা হাতে পেয়েও যখন টাকার অনিশ্চয়তায় বিদেশ যেতে পারবো না মনে হচ্ছিল তখন মাথা কাজ করছিল না। রাগে মাইক ভাড়া করে গালাগাল করেছি। এবার যেতে না পারলে আমার সব শেষ হয়ে যেত। আমি ব্যাবসা করছিলাম বিদেশ যাব বলে সবকিছু গুছিয়ে ফেলি। আমি বিবাহিত আমার স্ত্রী-সন্তান ও মাকে নিয়ে সংসার।

কালবেলাকে ধন্যবাদ জানিয়ে রাব্বি বলেন, দৈনিক কালবেলা পত্রিকার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রতিনিধির প্রতি কৃতজ্ঞ। আপনারা যদি আমার এই প্রতিবেদন প্রকাশ না করতেন তাহলে হয়তো আমার বিদেশ যাওয়া আর হতো না। প্রতিবেদন প্রকাশের পর প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা অফিস থেকে মোবাইলে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করি। সেখানে সকল কাগজপত্র দাখিল করা হলে ২৩ অক্টোবর আমাকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে। ইতোমধ্যে আমার হাতে টিকিট এসে পৌঁছেছে। আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। দোয়া চাই।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের সহায়তায় সারোয়ার হোসেন রাব্বির সঙ্গে যোগাযোগ করা হয়। ব্যাংকের যাবতীয় কার্যক্রম শেষে তাকে আর্থিক সহায়তার জন্য দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রথম ২ মাস পর থেকে কিস্তির মাধ্যমে রাব্বির ঋণ পরিশোধ কার্যক্রম শুরু হবে। যদি কেউ বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়ে তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তা নিতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

চুলে ঘন ঘন রং করেন? গবেষকরা দিচ্ছেন সতর্কবার্তা

আমি আমার দেশ নিয়ে যথেষ্ট গর্বিত: তাসনিয়া ফারিণ

মেট্রোরেল দুর্ঘটনা / ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’

বাংলায় মরিচের ইতিহাস

রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, অনশনে দুই শিক্ষার্থী

মাদ্রাসায় শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার সব ফার্মেসি বন্ধ ঘোষণা

বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচের টিকিট কিনবেন যেভাবে

সাইকেলে ৬৪ জেলা ভ্রমণে মৌলভীবাজারের রুহিত

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রদল নেতার  

১১

আইসিইউতে ৩০ বছর বয়সী ভারতের তারকা ক্রিকেটার

১২

জানা গেল কবে হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

১৩

গতানুগতিক শিক্ষাব্যবস্থায় দক্ষতার সংকট: প্রয়োজন স্পিকিং, ফ্রিহ্যান্ড রাইটিং ও প্রেজেন্টেশন অন্তর্ভুক্তি

১৪

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা কতটুকু

১৫

গুলশানে ডাক পেলেন পিরোজপুর বিএনপির ৫ নেতা

১৬

দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত

১৭

জ্যামে আটকা সালমান, বাইকে পৌঁছালেন শুটিং ফ্লোরে

১৮

আফগান সীমান্তে সংঘর্ষ, ৫ পাকিস্তানি সেনা নিহত

১৯

মোবাইলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচ দেখবেন যেভাবে

২০
X